দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সৌন্দর্যচর্চা নিয়ে অকপট কথা বলেছেন। তিনি জানান, মাঝে মাঝে তার মুখেও ব্রণ ওঠে এবং ঘুম থেকে উঠে প্রথম লালার সাহায্যে তা শুকানোর চেষ্টা করেন। এই ঘরোয়া উপায় তার জন্য বেশ কার্যকর বলেও দাবি করেন তিনি।
তামান্না বলেন, ‘আমি ব্রণের ওপর নিজের থুতু লাগাই।’ হ্যাঁ, ঠিকই পড়েছেন। তবে এ ব্যাপারে তার একটি নির্দিষ্ট নিয়ম আছে। ‘যেকোনো সময়ের থুতু নয়, ঘুম থেকে ওঠার পর প্রথম যে লালা মুখে জমে থাকে, সেটাই সবচেয়ে কার্যকর,’ জানান অভিনেত্রী। তার দাবি, এতে ব্রণ দ্রুত শুকিয়ে যায়।
শুধু এই কৌশলই নয়, আগে তিনি অ্যাপেল সাইডার ভিনেগার আর প্রাকৃতিক মাটি মিশিয়েও ব্যবহার করতেন ত্বকে। তবে সবার জন্য এই পদ্ধতি উপযোগী নাও হতে পারে এমন সতর্কতাও দিয়েছেন তিনি। তামান্নার মতে, উঠতি বয়সের ছেলেমেয়েদের ত্বকের সমস্যায় প্রফেশনাল স্কিন এক্সপার্ট বা চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।
রূপ-সৌন্দর্য আর স্টারডমের পেছনে যে রয়েছে সাধারণ কিছু লড়াই আর ঘরোয়া টোটকার গল্প তামান্না যেন তা আরও একবার মনে করিয়ে দিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।