স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের পিএসএলে খেলতে যাওয়ার বিষয়টি ইতিবাচকভাবেই দেখছে বিসিবি। তাই এনওসি পেতে দুই টাইগার সমস্যা নেই কোনো। প্রেসিডেন্টস কাপের পর মিরপুরের একাডেমি গ্রাউন্ডে তামিম ইকবালের টানা ব্যাটিং অনুশীলনের কারণটা জানা গেছে সম্প্রতি। পিএসএলের প্লে-অফে লাহোর কালান্দার্সের জার্সিতে খেলবেন টাইগার ওপেনার। অস্ট্রেলিয়ায়ন ওপেনার ক্রিস লিনের জায়গায় তামিমকে দলে নিয়েছে লাহোরের দলটা।
তামিমের সাথে পাকিস্তানের বিমানে চড়বেন মাহমুদউল্লা রিয়াদও। খেলবেন মুলতান সুলতান্সের হয়ে। ইংলিশ অলরাউন্ডার মঈন আলির রিপস্লেসমেন্ট এই টাইগার অলরাউন্ডার। টাইগার ক্রিকেটের বড় দুই তারকার পিএসএলে যাওয়াটা বেশ ইতিবাচকভাবেই দেখছে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, এ সমস্ত বিষয়ে না গিয়ে আমরা ব্যাপারটাকে ইতিবাচকভাবে দেখি। আমরা কিন্তু পাকিস্তান সফর করেছি। নির্ধারিত একটা সিকিউরিটি প্রটোকল ছিল। সবকিছুর মধ্যেই আমরা পাকিস্তান সফর করেছি। যারা যাবেন তাদেরকে কিছু দিকনির্দেশনা তো দেওয়া থাকবেই। তারা যেহেতু আগে সফর করেছেন, তারাও এ ব্যাপারে সচেতন।
১৪ই নভেম্বর থেকে শুরু হচ্ছে পিএসএলের প্লে-অফ। এদিকে ১৫ তারিখ থেকে ঢাকায় শুরু হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। তবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলছেন, ২০ তারিখের আগে শুরু হচ্ছে না সেই আসর। করাচিতে ফাইনাল যেহেতু হচ্ছে ১৭ তারিখ, তাই দুই টাইগার মিস করবেন না ঘরোয়া টুর্নামেন্ট। টি-টোয়েন্টি কাপের স্পন্সরের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে এখনো পৌছায়নি বোর্ড। সিদ্ধান্ত আসেনি প্রচারস্বত্বের ব্যাপারেও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।