স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল, লিটন দাস ও সৌম্য সরকারের স্কিল হিটিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাংলাদেশের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। স্কিল হিটিংয়ের কারণে ওয়ানডেতে উন্নতি করেই চলেছে বাংলাদেশ, দাবি এই দক্ষিণ আফ্রিকানের।
ম্যাকেঞ্জি বলেন, ‘ইতিহাস দেখলে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে এগিয়ে রাখতেই হবে। এটার অন্যতম কারণ হচ্ছে স্কিল হিটিং। শুধুমাত্র সিঙ্গেলস বা ছক্কা নয়, আপনি কোন ঝুঁকি নিয়েও দারুণ সব শটস খেলতে পারেন।
আমরা বিগ হিট নিয়ে কাজ করব। কিন্তু স্কিল হিটেরও দরকার আছে। বাংলাদেশের কেউ তো আর ক্যারিবিয়ানদের মতো ছয় ফিট ছয় ইঞ্চি না, তাদের যেটা আছে তা হচ্ছে হ্যান্ড- আই করডিনেশন এবং কাজের প্রতি শ্রদ্ধা। তামিম, লিটন, সৌম্য- তিনজনই দারুণ বাউন্ডারি হাঁকাতে পারে।’
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন লিটন ও তামিম। দুজনই হাঁকান দুটি করে সেঞ্চুরি। টি-টোয়েন্টিতেও সেই ধারা বজায় রাখেন।
তাদের প্রশংসায় ম্যাকেঞ্জি বলেন, ‘লিটন দারুণ প্রতিভাবান। তাঁর রান ক্ষুধা বেড়ে গিয়েছে। সে আগ্রাসী হয়ে উঠেছে। তামিম-লিটনের রানিং বিটুইন দ্যা উইকেটও বেশ সুন্দর।
লিটন আর তামিম এই সিরিজে দারুণ খেলছে। তারা দারুণ একটি কম্বিনেশন তৈরি করেছে। সৌম্য সরকারও এতে যোগ দিয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।