স্পোর্টস ডেস্ক : অনুশীলন ম্যাচ নিয়ে ব্যস্ত বাংলাদেশ দল। এর আগে দুই দফায় জৈব সুরক্ষা প্রটোকলের আওতায় নিয়ে আসা হয় ২৭ ক্রিকেটারকে। এখনও তারা জৈব সুরক্ষায় থেকেই চালিয়ে যাচ্ছেন অনুশীলন ও ম্যাচ।
দ্বিতীয় দফায় ১৫ দিনের জন্য জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন ২৭ ক্রিকেটার ও কোচ। মঙ্গলবার (৬ অক্টোবর) দ্বিতীয় অনুশীলন ম্যাচের শেষ দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও মাঠে যান খেলা দেখতে। সেখানে কথাও বলেন গণমাধ্যমের সঙ্গে।
এসময় পাপন জানান, খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে চাইলেও সুযোগ দেয়া হয়নি তাকে। এর কারণ অবশ্য বড় কিছু না। ক্রিকেটারদের করোনা মুক্ত রাখতে বিসিবি সভাপতিকে নিয়ম তো মানতেই হবে।
তিনি বলেন, ‘আমরা ক্রিকেট খেলাটাকে সিকিউরড অবস্থায় ফেরত আনতে চাই। এগুলোকে পরীক্ষামূলক হিসেবে দেখছি। যেমন আজকে আমি মাঠে যেতে পারলাম না। আমি প্লেয়ারদের সাথে দেখা করতে চাচ্ছিলাম। বলল আমি বায়ো বাবলের ভেতরে ঢুকতে পারব না। আমি খুশি হলাম। আমি কিন্তু চলেই যাচ্ছিলাম। বলল আপনি যেতে পারবেন না। বাবলের ভেতরে বাইরের কেউ ঢুকতে পারবে না। ওরাও কেউ আসতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘আমি এসব শুনে খুশি। এই জিনিসগুলোইতো আমরা আস্তে আস্তে অনুশীলন করার চেষ্টা করছি। আমরা যদি এটা সফলভাবে প্রয়োগ করতে পারি আমাদের এখানে, আমাদের প্লেয়ারদের মধ্যে। তাহলে বাইরের দলগুলোর আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।