স্পোর্টস ডেস্ক : হুট করেই অবসরের সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে তা প্রত্যাহার করেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। চোটে থাকায় তার দলে ফেরা নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও, সেই বিষয়টি নিয়েও এখন দেখা দিয়েছে ধোঁয়াশা।
অবসর ইস্যুর পর দেড়মাসের ছুটিতে আছেন তামিম। এরপরই সুস্থ হয়ে ফিরবেন মাঠের ক্রিকেটে। পরিবার পরিজন নিয়ে দুবাইতে বেড়াতে গেছেন এই অভিজ্ঞ ওপেনার। দুবাই থেকে চিকিৎসার জন্য তিনি যাবেন ইংল্যান্ডে। এরপরই জানা যাবে কবে মাঠে ফিরছেন তিনি।
তামিমের ফেরার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারেননি বিসিবিও। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তামিম প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তামিম ২৬ তারিখ লন্ডন যাচ্ছে। ওখানে চিকিৎসার পর তার অবস্থা জেনে সিদ্ধান্ত নেওয়া হবে। তার পরিকল্পনা হলো ৩১ তারিখের মধ্যে সে দেশে ফিরবে। এরপর তার বর্তমান শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে পরবর্তীতে কি সিদ্ধান্ত আসবে।’
তামিমের শতভাগ ফিটনেস নিয়ে বেশকিছু দিন ধরেই আছে সংশয়। তার পিঠের চোটের বিষয়ে জালালেইউনুস বলেন, ‘এটা মেডিকেল বিভাগ সিদ্ধান্ত নিবে কোন ক্রিকেটারদের দলে রাখা হবে বা রাখা হবে না। যখন একটা দল খেলে তখন অবশ্যই ফুল ফিটনেস নিয়েই খেলে।’
যদিও বেশকয়েকটি গণমাধ্যমের খবর, ইংল্যান্ড থেকে ফিরে জালাল ইউনুসের সঙ্গে কথা বলবেন তামিম। এরপর বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করে তবেই মাঠে ফেরার সময় জানাবেন তামিম। সেই আলাপে ফিটনেস ছাড়াও অন্য ইস্যুও থাকবে বলে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।