
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং জনতার রায়ে সরকার গঠন করবে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ–বালাগঞ্জ) আসনে দলের মনোনয়নপ্রত্যাশী এমএ মালিক বলেন,
“তারেক রহমান দীর্ঘদিন বিদেশে থেকেও সংগঠনকে সুসংগঠিত রেখেছেন। গত বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে তিনি সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। এখন তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে।”
শনিবার দক্ষিণ সুরমার চণ্ডিপুলে আয়োজিত সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমএ মালিক।
তিনি আরও বলেন,“আমি প্রবাসে থেকে নিজের সর্বোচ্চ দিয়ে ফ্যাসিস্ট আওয়ামীবিরোধী সংগ্রাম করেছি। বহির্বিশ্বে জনমত গড়ে তুলেছি। প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ইউরোপের যে দেশেই গেছেন, সেখানে তাকে আমরা সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করেছি।”
নিজের প্রতি নির্যাতনের ঘটনার প্রসঙ্গে মালিক বলেন,“এই কারণে দেশে আমার বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। কিন্তু এতে আমার কোনো দুঃখ নেই। কারণ আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও ত্যাগের বিনিময়ে দেশ এক জালিমের হাত থেকে মুক্ত হয়েছে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,“তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে এবং জনতার রায়ে ইনশাআল্লাহ সরকার গঠন করবে।”
এমএ মালিক বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমি দেশে এসে আমার এলাকার মানুষের জন্য কাজ করছি। দল আমাকে মনোনয়ন দিলে ইনশাআল্লাহ সিলেট-৩ আসনের জনগণ আমাকে নির্বাচিত করে তাদের জন্য আরও বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ দেবে। আমি আমৃত্যু মানুষের জন্য কাজ করে যেতে চাই।’
দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল লোক সমাগম হয়। এমএ মালিক তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় আমি অভিভূত।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আলাউদ্দিন রিপন ও মকবুল মিয়া, যুগ্ম সম্পাদক আজমান আলী জুয়েল, সহদপ্তর সম্পাদক এমদাদুর রহমান জাকির, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদ খলকু, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম পাপলু, সিরাজুল ইসলাম খছরু, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ বিএনপি নেতা সাইফুল ইসলাম ছোটন, আক্তার হোসেন উস্তার, আল কাওছার হাবিব প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



