বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রেখেছেন। তাকে সংবর্ধনা দিতে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় আয়োজন করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে নির্ঘুম রাত কাটিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। শীত উপেক্ষা করে ভোরেও আসছেন নেতাকর্মীদের বহর।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকা ঘুরে দেখা যায়, তারেক রহমানকে বরণে জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশপাশ।
ঠান্ডা উপেক্ষা করেই মানুষ ছুটে এসেছেন এই ভোররাতে। তারা বলছেন, ঠান্ডা-শীত কোনো বিষয় না। নেতাকে একনজর দেখতে পারলে এই কষ্ট স্বার্থক হবে।
একজন বলেন, গতকাল দুপুরে এসেছি। সারারাত রাস্তাতেই ছিলাম। বাইরে অনেক ঠান্ডা। তবু বসে আছি সবার সঙ্গে।
প্রায় দেড় যুগ পর রাজসিক প্রত্যাবর্তন ঘটছে তারেক রহমানের। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তার বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইটটি পৌঁছানোর কথা।
তার ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (ঢাকা সময় রাত ১২:৩৬ মিনিটে বৃহস্পতিবার) লন্ডন হিথ্রো থেকে ঢাকার উদ্দেশে ছেড়েছে।
বিমান সূত্রে জানিয়েছে, ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে আসছেন তারেক রহমান। রুটটি লন্ডন হিথ্রো–সিলেট–ঢাকার। এতে উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে বিমান পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



