জুমবাংলা ডেস্ক: ইতালিতে করোনাভাইরাস ভয়াবহ রুপ নেয়ার মধ্যে সেখান থেকে ১৪২ জন বাংলাদেশি আজ শনিবার দেশে ফিরেছেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মেডিকেল টিমের চিকিৎসক শাহরিয়ার সাজ্জাদ জানান, আজ সকালে এমিরিটাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ফিরেছেন তারা। বিমানবন্দর থেকে তাদের সরাসরি নেওয়া হয়েছে আশকোনার হজ ক্যাম্পে।
ভাইরাস সংক্রমণ ঠেকাতে এই ব্যক্তিদের আশকোনার হজ ক্যাম্পে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বাংলাদেশে যে তিনজনের দেহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, তাদের দুজনই এসেছেন ইতালি থেকে।
২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি কোভিড-১৯ ছড়িয়ে গেছে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলে। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৩৬ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৮১০ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭২ হাজার ৫৩০ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।