আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবান আস্তানায় মার্কিন বিমান হামলার সহায়তায় আফগান বিশেষ বাহিনীর অভিযানের সময় রবিবার রাতে এক বিয়ের অনুষ্ঠানে কমপক্ষে ৪০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। খবর ইউএনবি’র।
উপ প্রদেশিক কাউন্সিলর আবদুল মজিদ আখুন্দ বলেন, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। তারা মুসাকালা জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় আহত ১২ বেসামরিক নাগরিককে প্রদেশের রাজধানী লস্করগাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাটি তালেবানদের নিয়ন্ত্রণে থাকায় নানা সূত্র থেকে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন খবর পাওয়া গেছে।
প্রাদেশিক পরিষদের প্রধান আতাউল্লাহ আফগান বলেন, মুসাকালায় আলাদা জায়গায় দুটি পৃথক অভিযান চালানো হয়। প্রথম অভিযানে ছয়জন বিদেশি যোদ্ধা নিহত হয়। তবে দ্বিতীয় অভিযানটি ‘ভুল করে’ বেসামরিক নাগরিকদের ওপর আঘাত হানে।
আখুন্দ বলেন, মুসাকালায় রবিবার রাতের অভিযানের সময় বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া বেসামরিক ব্যক্তিদের মৃত্যুর ঘটনা কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মুসাকালা জেলায় অভিযানের ফলে তালেবানের ২২ বিদেশি সদস্য নিহত এবং ১৪ জন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার সন্ত্রাসীদের মধ্যে পাঁচজন পাকিস্তানি এবং একজন বাংলাদেশি।
তবে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওমর জাওয়াক বলেন, অভিযানের সময় ছয় বিদেশিসহ ১৪ বিদ্রোহী মারা গেছেন। তারা বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার ঘটনা তদন্ত করে দেখছেন।
গত সপ্তাহে পূর্ব আফগানিস্তানের নানগারহার প্রদেশে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় কমপক্ষে ১৬ জন নিহত এবং দশজনের মতো আহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক ব্যক্তি। মার্কিন বাহিনীর দাবি, হামলার লক্ষ্য ছিল ইসলামিক স্টেটের জঙ্গিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।