স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পরিকল্পনায় ভালোভাবেই ছিলেন তাসকিন আহমেদ। কিন্তু সিরিজ শুরুর আগের সময়টা খেলার মধ্যে না থাকায় বিবেচনা করা হয়নি ডানহাতি পেসারকে। প্রধান নির্বাচক বলেছিলেন, তাসকিন ওমরাহ পালন করে আসলেন। সে খেলার মধ্যে ছিল না বলে তার বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা ছিল না আমাদের। তবে পাকিস্তান সফরে বিবেচিত না হওয়া তাসকিন কিন্তু দুর্দান্ত বোলিংই করলেন।
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) উত্তরাঞ্চলের হয়ে আজ পাঁচ উইকেট পেয়েছেন ডানহাতি পেসার। এর জন্য তাকে খরচ করতে হয়েছে ১৪ ওভারে ৫৪ রান। তার এমন বোলিং তোপে মধ্যাঞ্চল গুটিয়ে গেছে মাত্র ১৭০ রানে।
মধ্যাঞ্চলের হয়ে রকিবুল হাসান একাই করেছেন ৭০ রান। এছাড়া দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন স্পিনার আরাফাত সানি (২৫), অধিনায়ক শুভাগত হোম চৌধুরী (২১), উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলি (১৯) ও মুকিদুল ইসলাম (১১)।
জবাব দিতে নেমে ৩ উইকেটে ৮৯ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে উত্তরাঞ্চল। ৪৭ রান করেছেন ওপেনার জুনায়েদ সিদ্দিকি। ১৯ রান করে আউট হয়েছেন রনি তালুকদার। মধ্যাঞ্চলের হয়ে ১৩ ওভারে ৪৬ রান খরচায় ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।