তাসরিফের সুস্থতার জন্য ওমরাহ করলেন এক শুভানুধ্যায়ী
বিনোদন ডেস্ক: গত ৫ মার্চ হঠাৎ করে এক ফেসবুক স্ট্যাটাসে ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার খবর জানান সংগীতশিল্পী তাসরিফ খান। সেই পোস্টের মন্তব্যে অসংখ্য নেটিজেন তার সুস্থতা কামনা করেছেন, ভালোবাসা প্রকাশ করেছেন।
এবার তরুণ এই সংগীতশিল্পীর জন্য অনন্য এক নজীর সৃষ্টি করলেন তার এক শুভানুধ্যায়ী। তার সুস্থতার জন্য ওমরাহ পালন করতে গেছেন তিনি। মক্কা থেকে একটি ভিডিও বার্তায় সেকথায় জানিয়েছেন ওই শুভানুধ্যায়ী।
এমন একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন তাসরিফ।
সেই ভিডিওতে তাসরিফের ওই শুভানুধ্যায়ীকে বলতে শোনা যায়, ‘তাসরিফ ভাই প্যালাইসিস রোগে আক্রান্ত। এটা শুনে খুবই কষ্ট পেলাম এবং চলে আসলাম উনার নামে ওমরাহ করার জন্য। ওমরাহ করলাম এবং নামাজ পড়ে উনার জন্যে দোয়া করলাম।’
তিনি আরও বলেন, ‘আল্লাহ্ তায়ালা যেন উনাকে সুস্থ করে এবং যেন আগের মতো হাসিখুশিভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে। তাসরিফ ভাই খুবই ভালো মানুষ, উনি গরিব-দুঃখীদের সব সময় সহযোগিতা করে। আল্লাহ্ তায়ালা যেন উনাকে সুস্থ দান করে সেই দোয়াই করি।’
ভিডিওটি শেয়ার করে তাসরিফ লেখেন, ‘এর চেয়ে সৌভাগ্যের আর কি আছে!’
সংগীতশিল্পী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ছিলেন তাসরিফ খান। ২০১৭ সালের ৫ জানুয়ারি তিনি গড়ে তোলেন ব্যান্ড দল ‘কুঁড়েঘর’।
তাসরিফ ব্যাপক পরিচিতি পান ২০২২ সালে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করে। সেই লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ওই সময় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন তিনি। সেই অভিজ্ঞতা নিয়ে ‘বাইশের বন্যা’ নামের একটি বইও লিখেছেন। এবার বইমেলায় প্রকাশ পেয়েছে সেটি।
এদিকে নিজে অসুস্থতার মাঝেও কদিন আগে ক্যানসার আক্রান্ত এক ব্যক্তির জন্য ফেসবুক লাইভ করে ১৮ ঘন্টায় ৮ লাখ টাকা তুলে দিয়েছেন তাসরিফ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।