যেখানে Xiaomi তাদের MI 13 Pro স্মার্টফোনে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার যুক্ত করতে সক্ষম হয়েছে; সেখানে বাজারে আসতে যাওয়া Samsung Galaxy S23 মোবাইলে মাত্র ২৫ ওয়াট এর ফাস্ট চার্জিং অপশন থাকবে।
Samsung Galaxy S23 সিরিজের সকল স্মার্টফোনেই মাত্র ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের অপশন থাকবে। Samsung এর এ ধরনের আচরণ অনেক আগ্রহী ক্রেতাদের হতাশ করেছে।
তাহলে এ কথা বলা যায় যে প্রতিদ্বন্দ্বিতায় স্যামসাং শাওমি থেকে পিছিয়ে যাচ্ছে। দাবি অনুযায়ী শাওমি তাদের MI 13 Pro স্মার্টফোনে ফাস্ট চার্জিং সেকশনে দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে সক্ষম হবে।
গবেষণায় দেখা যায় যে মার্কেটে রিলিজ করতে যাওয়া Samsung Galaxy S23 সিরিজ থেকে শাওমির স্মার্টফোনে ৯৫ ওয়াট বেশি ফাস্ট চার্জিং অপশন দেওয়া থাকবে। এতে প্রমাণিত হয় যে গ্যালাক্সি সিরিজের আগে স্মার্টফোন থেকে S23 হ্যান্ডসেটে বিশেষ আপডেট আনতে আগ্রহী নয় Samsung। Samsung সম্ভবত প্রযুক্তিগত উদ্ভাবনের জায়গায় আর ইনোভেশন নিয়ে আসতে আগ্রহী নয়।
Samsung যদিও অভিভূত হওয়ার মত ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনতে সক্ষম হয়েছে; তবুও প্রযুক্তিপ্রেমীরা স্মার্টফোনের টেকনোলোজিকাল জায়গায় Samsung এর কাছ থেকে নয়া ইনোভেশন আশা করে। সম্প্রতি ব্যাটারি এবং চার্জিং এর জায়গায় Samsung নতুন প্রযুক্তি বা আপগ্রেড আনতে পারছে না।
মানুষ আশা করে স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের পরের স্মার্টফোনে টেকসই ব্যাটারি দেওয়া থাকবে এবং এটি আগের থেকেও শক্তিশালী হবে। ২০২২ সালে এসে একজন কাস্টমারের জন্য দ্রুত চার্জ হওয়া এবং ব্যাটারি টেকসই হওয়ার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু স্যামসাং সেদিকে নজর দিতে চাইছে না।
শাওমি এর MI 13 Pro স্মার্টফোনটি Samsung এর আগেই বাজারে আসবে। স্মার্টফোনটি ডিসেম্বরে বাজারে আসার পর হয়তো অনেক Samsung কাস্টমার শাওমির দিকে ধাবিত হতে পারে। শাওমির দাবি অনুযায়ী তার ব্যাটারি এবং চার্জিং স্পিড যদি সবাইকে অভিভূত করে তাহলে Samsung হয়তো কিছুটা মার্কেট শেয়ার হারাতে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।