জুমবাংলা ডেস্ক: দেশের মানুষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন করেছে বলে দাবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।
তিনি বলেন, ‘আজকে সেই একতরফা নির্বাচন। কিন্তু ভোটকেন্দ্রে কোনো ভোটার তো দূরের কথা, সাধারণ মানুষও যায়নি। অথচ একতরফা নির্বাচনেও সরকার গতকাল গভীর রাতে তাহাজ্জুদের সময় ব্যালট বাক্স ভরে ফেলেছে।’
আজ সকালে রাজধানীতে হরতাল সফলে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল ও পিকেটিং পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে রিজভী এসব কথা বলেন।
ঢাকার কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে শুরু করে এয়ারপোর্ট অভিমুখে সড়কে মিছিল ও পিকেটিং করেন নেতাকর্মীরা। এসময় তারা ‘অবৈধ নির্বাচন, বয়কট বয়কট’, ‘এই মুহূর্তে দরকার, খালেদা জিয়ার সরকার’, ‘অবৈধ নির্বাচন, মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দেন।
দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন, সরকারের পদত্যাগের একদফা এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত শনিবার ভোর থেকে আগামীকাল সোমবার ভোর পর্যন্ত হরতাল পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।