তিতাস গ্যাসের সিস্টেম লস নিয়ে দু:সংবাদ রয়েছে। তাদের এই সিস্টেম লস বেড়েই চলেছে । গত অর্থ বছরে তা সাড়ে সাত ভাগের বেশি অবস্থানে ছিল। এ সাড়ে সাত শতাংশের সমান হচ্ছে ৩ হাজার কোটি টাকা। মূলত অবৈধ গ্যাস সংযোগের কারণে তাদের এই সিস্টেম লস হচ্ছে।
তবে তিতাস বলছে ভিন্ন কথা। তারা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য শক্ত পদক্ষেপ নিচ্ছেন। তিতাসের গ্রাহকদের মধ্যে ২৮ লাখের বেশি হচ্ছে আবাসিক অবস্থানে । ঢাকা ও নারায়ণগঞ্জ এর মধ্যে তাদের সব থেকে বেশি পাইপলাইন রয়েছে।
আমাদের দেশে সাধারণত শিল্প, বাণিজ্য, বিদ্যুৎ ও সার কারখানা তাদের গ্যাস দিয়ে চলে। তিতাস দাবি করছে যে, তারা বর্তমানে রাজনৈতিকভাবে প্রভাবমুক্ত রয়েছেন। এ কারণে তাদের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে কোন সমস্যা হচ্ছে না। তবে পুরনো পাইপলাইন নিয়ে জটিলতা রয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশনের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ বলেন, ‘ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে আমাদেরকে। তাকে নিয়েই আমরা সাম্প্রতিক অভিযানগুলো পরিচালনা করছি। এটার রেজাল্টও পাচ্ছি। আমরা চেষ্টা করব, সিস্টেম লসটা দিনে দিনে বেড়ে যাচ্ছে, আমাদের চেষ্টা থাকবে যাতে সিস্টেম লস যদি ১০ থাকে আমি এটাকে ৮ এ নিয়ে আসব। রাতারাতি তো এটা করতে পারব না। দেখা যাচ্ছে যে অবৈধ সংযোগগুলো লাগছে, কেটে ফেলছি আবার লেগে যাচ্ছে। এগুলোকে নিয়মিত মনিটরিংয়ের মধ্যে রাখতে হয়।’
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ গ্যাস সংযোগের কারণে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে রাষ্ট্র। এতে শিল্প ও আবাসিক সংযোগের গ্যাস সংকটও বাড়ছে। তারা বলছেন, গ্যাস চুরি ঠেকাতে আরও কঠোর অবস্থান নিতে হবে সরকারকে।
জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলেন, ‘আমরা তো দেখতে পাচ্ছি সিস্টেম লস কমাবার ব্যাপারে তিতাস যথেষ্ট সফলতা দেখাতে পারছে না। তার মানে এখানে যে জিনিসপত্রগুলো করতে হবে সেটা হচ্ছে, এক্সট্রিম এনফোর্সমেন্টে যেতে হবে। কিছু কিছু মানুষকে হয়ত জেলেও নিতে হবে, তারা যদি অবৈধ সংযোগ সৃষ্টি করে। এলাকাভিত্তিক সচেতনতা তৈরি করতে হবে যে, আপনারা যদি আমাদের হেল্প না করেন এটা বন্ধে, তাহলে আপনারাও গ্যাস পাবেন না।’
সিস্টেম লস বেড়ে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাসের মুনাফায়। গত অর্থবছর প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান ছাড়িয়েছে সাড়ে ৭ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।