Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home তিন ইঞ্জিনিয়ারের ‘গ্রাজুয়েট চাওয়ালা’
    পজিটিভ বাংলাদেশ

    তিন ইঞ্জিনিয়ারের ‘গ্রাজুয়েট চাওয়ালা’

    তিন ইঞ্জিনিয়ারের ‘গ্রাজুয়েট চাওয়ালা’
    rskaligonjnewsJanuary 10, 2023Updated:January 10, 20233 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: দিনাজপুরের শহিদ মিনার বড় মাঠে বসেছে ‘গ্রাজুয়েট চা ওয়ালা’ নামের একটি ভ্রাম্যমাণ চায়ের স্টল। এই চায়ের দোকান পরিচালনা করছেন দিনাজপুর পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের তিন শিক্ষার্থী। মূলত নিজেদের লেখাপড়ার খরচ ও চাকরি না করে স্বাবলম্বী হয়ে উঠার আগ্রহ থেকেই এ উদ্যোগ গ্রহণ করেছেন তারা।

    গ্রাজুয়েট চাওয়ালা

    গতকাল রোববার বিকেলে জেলা শহরের বড় মাঠে গিয়ে দেখা যায়, মাঠের একপাশে তিন শিক্ষার্থী মুহাদ্দিস হোসেন রানা, সুরুজ ইসলাম সুজন ও সাইফুল মিলে পরিচালনা করছেন ‘গ্রাজুয়েট চা ওয়ালা’ নামের ভ্রাম্যমাণ দোকানটি।

    এই স্টলের চারপাশের চেয়ারে বসে চা পান করছেন চাকরিজীবী, শিক্ষার্থী এবং দূর-দূরান্ত থেকে শহরে আসা বিভিন্ন পেশাজীবী মানুষজন।

    দেশের অন্য চায়ের দোকানের নিয়মে পারিচালিত হচ্ছে না এই স্টল। এখানে সিরিয়াল এবং টোকনের মাধ্যমে চা নিতে হয় সবাইকে।

    সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন শিক্ষার্থীর মধ্য একজনকে চা তৈরিতে ব্যস্ত থাকত দেখা যায়। অপরজন দুধ জ্বাল দিয়ে ঘন করার কাজে ব্যস্ত ছিলেন। আর শেষজন ক্রেতাদের কাছ থেকে চায়ের অর্ডার এবং টোকন দিতে ব্যস্ত সময় পার করছিলেন।

    এই স্টলে পুড়া মাটির ভাঁড়ে আর ওয়ান টাইম গ্লাসে চা প্রদান করা হয়। মাটির ভাঁড়ের চা’র মূল্য ক্রেতাদের কাছ থেকে নেওয়া হয় ২০ টাকা। ওয়ান টাইম গ্লাসের চা বিক্রি হয় ১৫ টাকা দরে। চা তৈরি শেষ সিরিয়াল অনুযায়ী ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হয় ভাঁড় কিংবা ওয়ান টাইম গ্লাসে করে।

    প্রতিদিন বিকেল ৪টা থেকে শুরু হয় এই চা বেচাবিক্রি। চলে রাত ৯টা পর্যন্ত। বর্তমানে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ কাপ চা বিক্রি হয় ভ্রাম্যমাণ এই দোকানে। কয়েক ঘন্টায় ৭ থেকে ৮ হাজার টাকা বিক্রি হয় চা। তাতে লাভ আসে ২০০০ থেকে ২৫০০ টাকার মতো।

    মাটির ভাঁড়ের চা পান করতে আসা আশিকুর রহমান বলেন, “আমার বাড়ি ঢাকার আজিমপুরে। এক বন্ধুর বাড়ি বেড়াতে এসেছি। ‘গ্রাজুয়েট চা ওয়ালা’ নাম শুনেছি, আজ আসছি তাদের হাতের চা খেতে। পুড়া মাটির ভাঁড়ে চা খেলাম, খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় বিষয় চায়ের দোকানের তিন ভাই নাকি সিভিল ইঞ্জিনিয়ার। আমি তাদের কার্যক্রম দেখে অবাক হয়েছি।’

    কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘বড় ভাইদের দেখে শিক্ষা নেওয়া উচিৎ। উনারা কোনো কাজকে ছোট ভাবেননি। এই দোকানে চায়ের অনেক বেচাবিক্রি দেখি। দেশের চাকরির বাজার মন্দা। তাই চাকরির পেছনে না ঘুরে আমাদের সবার উচিত নিজ উদ্যোগে কিছু একটা করে দেখানো।’

    চায়ের স্টলের উদ্যোক্ত সিভিল ইঞ্জিনিয়ার মুহাদ্দিস হোসেন রানা বলেন, ‘আমরা গত বছর থেকে এই মাঠে ভ্রাম্যমাণ ‘গ্রাজুয়েট চা ওয়ালা’ স্টল পরিচালনা করে আসছি। যতদিন যাচ্ছে ততোই বেচাবিক্রি বাড়ছে। পারিবারের দিক দিয়ে কোনো উৎসহ পাচ্ছি না। আমরা পিছ পা হবো না। আমাদের এই স্টলে পুড়া মাটির ভাঁড়ে চা’র বেশি চাহিদা। আমরা এই ব্যবসা করে সামনে এগিয়ে যাবো।’

    ‘গ্রাজুয়েট চা ওয়ালা’র প্রধান উদ্যোক্তা সুরুজ ইসলাম সুজন বলেন, ‘শিক্ষার উদ্দেশ্য ফল পাওয়া নই, ফলিত হওয়া। শিক্ষিত হয়ে চাকরির পেছনে না ঘুরে কায়িক শ্রমকে প্রাধন্য দেওয়া। এই ‘গ্রাজুয়েট চা ওয়ালা’ নাম এবং কর্মের মাধ্যমে আমরা দেশের সব শিক্ষার্থীদের একটি বার্তা দিতে চাই, আর সেটি হলো- শিক্ষা অর্জন করে চাকরির জন্য না দৌঁড়ে নিজ উদ্যোগে কিছু করে দেখানো।’

    তিনি আরও বলেন, ‘আমাদের সমাজ ব্যবস্থা হয়তো প্রথমে মেনে নিতে নারাজ হবে। আমাদের এই কাজকে সমাজ এবং পরিবার তেমন সমর্থন করেনি। কিন্তু আমরা সব কিছু উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ছোট চা ব্যবসা মানুষের মনে সাড়া ফেলছে। আমরা চাকরি না করে এই ব্যবসা করে নিজেদের স্বাবলম্বী করে তুলবো।’

    সারাদেশে ‘গ্রাজুয়েট চা ওয়ালা’র শাখা স্থাপন করার পাশাপাশি ভবিষ্যতে দেশের বাইরেও এর শাখা নিয়ে যাওয়ার চিন্তা- আছে বলে উল্লেখ করেন তিনি।

    ডা. সুমাইয়া চিকিৎসা দেন ১ টাকায়

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারের চাওয়ালা’ তিন পজিটিভ বাংলাদেশ
    Related Posts
    বাংলাদেশ

    বিশ্ব ঐতিহ্যের তালিকায় বাংলাদেশ: গর্বের মুহূর্ত, অহংকারের স্বাক্ষর

    July 11, 2025

    অস্ট্রেলিয়া, জাপান ও কোরিয়া যাচ্ছে পটুয়াখালীর মুগ ডাল

    May 25, 2025
    সোহেল

    প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজ হাতে তৈরি বিমান উড়িয়ে তাক লাগালেন সোহেল

    May 19, 2025
    সর্বশেষ খবর
    স্মার্টফোনের কার্যক্ষমতা

    স্মার্টফোনের কার্যক্ষমতা ভালো রাখার ৭টি উপায়

    ঢেঁড়স চাষ

    বাড়ির আঙ্গিনায় সহজে টবে ঢেঁড়স যেভাবে চাষ করবেন

    কালো পিঁপড়া

    কালো পিঁপড়া কেন কামড়ায় না? ৯৯% লোক জানেন না

    Gazipur (Sripur)-01

    মেয়ের অনুপ্রেরণায় ৪৩ বছর বয়সে বাবার এসএসসি পাস

    ব্যাটিংয়ে বাংলাদেশ

    পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

    Sochibaloy

    সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

    No one stops Jhuma Bhabi

    নতুন দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে সেরা ওয়েব সিরিজ, একা দেখুন!

    সেডন পার্কে অনুষ্ঠিত হলো ফ্রেন্ডলি সকার ক্লাবের বার্ষিক পিকনিক

    গুজবে কান না

    গুজবে কান না দিতে বিমানবাহিনী প্রধানের অনুরোধ

    Gazipur (Sripur)

    স্কুলে নিতে গিয়ে বাবার মৃত্যু, আহত দুই মেয়ে

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.