জুমবাংলা ডেস্ক : তিন কার্য দিবসে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে খুলনার রূপসা থানার মাদক মামলার এক আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাস বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণা সময়ে উভয় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক মো. সাইফুজ্জামান এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন- নগরীর খালিশপুর গোয়ালপাড়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. মনিরুল ইসলাম মনির (২৮)।
আদালতের স্টোনোগ্রাফার মো. রকিবুল ইসলাম জানান, ২০২০ সালের ২২ মে নগরীর রহিমনগর কাস্টমঘাট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৪০০ পিস ইয়াবাসহ মনিরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই ইন্দ্রজিৎ মল্লিক বাদী হয়ে মারুফ মনিরের বিরুদ্ধে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হাসানুজ্জামান আদালতে মনিরকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাড. তৈয়েবুর রহমান।
উল্লেখ্য, দণ্ডপ্রাপ্ত আসামি মনির খালিশপুর থানার মাদক মামলায় নয় বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।