জুমবাংলা ডেস্ক : ৩টি নিত্যপণের দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। চিনির দাম কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। এছাড়া পাম তেলের দাম লিটারে ১৩৩ টাকা থেকে কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এ কথা জানিয়েছেন।
প্রতি কেজি চিনির দাম ৬ টাকা বাড়িয়ে খোলা চিনির দাম ৯০ টাকা ও প্যাকেটজাত চিনির দাম ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম পুননির্ধারণ করে ১৩৩ থেকে ১২৫ টাকা করা হয়েছে।
তাছাড়া ৪ অক্টোবর মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী, সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৭৮ টাকা করা হয়েছে।
এ সিদ্ধান্ত শুক্রবার (৭ অক্টোবর) থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব।
এর আগে ২২ সেপ্টেম্বর চিনি ও পাম তেলের দাম নির্ধারণ করে দিয়েছিল সরকার। এসময় এক কেজি পরিশোধিত চিনির মিলগেট ৭৯ টাকা, পরিবেশক পর্যায়ে ৮১ টাকা ও সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪ টাকা করা হয়েছিল। প্যাকেটজাত এক কেজি পরিশোধিত চিনির মিলগেট দাম ৮২ টাকা, পরিবেশক মূল্য ৮৪ টাকা ও সর্বোচ্চ খুচরা মূল্য ৮৯ টাকা করা হয়েছিল। এছাড়া ১ লিটার পাম সুপার খোলা তেলের মিলগেট দাম ১২৮ টাকা, পরিবেশক মূল্য ১৩০ ও খুচরা পর্যায়ে ১৩৩ টাকা করা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।