তিনটি রঙে আসতে চলেছে Motorola Moto G45 5G

motorolla

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইতিমধ্যে কোন তিনটি রঙে আসতে চলেছে Motorola Moto G45 5G স্মার্টফোনটি তা প্রকাশিত হয়েছে। আর এবার Flipkart-এর সৌজন্যে জানা গেল, আগামী 21 অগস্ট দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে।

motorolla

একই সঙ্গে স্মার্টফোনটির ডিজাইন, রং এবং কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনও সামনে নিয়ে এসেছে ই-কমার্স জায়ান্ট। Moto G45 5G তে থাকছে Snapdragon 6s Gen 3 SoC চিপসেট। RAM ও স্টোরেজ হিসেবে প্রথমে 8 GB ও 128 GB ভেরিয়েন্টের কথা জানা গেলেও, অন্যান্য অপশনও থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

ফোনের ডিজাইনে ব্যবহার করা হবে “Premium vegan leather”। 6.5 ইঞ্চির 120 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে, সাথে আছে Gorilla Glass 3 প্রোটেকশন। Dolby Atmos, Hi-Res Audio, Smart Connect সাপোর্টের পাশাপাশি 13টি 5G ব্যান্ডে কাজ করবে এই স্মার্টফোন। পিছনের দিকে থাকবে ডুয়াল ক্যামেরা (Dual camera) সেটআপ, যেখানে প্রধান ক্যামেরাটি হবে 50 megapixel।

বধ্যভূমির সামনে তিন হাজার শিল্পী একসঙ্গে গাইলেন জাতীয় সংগীত

বাইরে আসা তথ্য অনুযায়ী, স্মার্টফোনটিতে থাকবে 4 GB RAM, 16 Megapixel Selfie ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারি। ভারতে এই ফোনের দাম হতে পারে প্রায় 15,000 টাকা। যদিও এই স্মার্টফোন লঞ্চ ঘিরে আরও কিছু চমক আশা করতে পারেন ক্রেতারা।