শিশুরা মহান আল্লাহর অশেষ রহমত পেয়ে থাকে। আল্লাহ নিজ হাতে তাদের রক্ষা করে থাকেন। তারই এক প্রমাণ পাওয়া গেল ভারতে। তিনতলা থেকে একটি শিশু নিচে পড়ে গিয়েও প্রাণে বেঁচে গেল। শুধু তাই নয় এমনকি তার তেমন কিছুই হয়নি। ভারতের মধ্যপ্রদেশের টিকমনগরে শনিবার (১৯ অক্টোবর) একটি বাড়ির তিনতলা থেকে নিচে পড়ে গিয়েও প্রাণে বেঁচে যায় একটি শিশু।
আর এই ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একটি বাড়ির সামনে থাকা গলি দিয়ে একজন যুবক রিকশা নিয়ে হাঁটতে হাঁটতে আসছেন। আচমকা তার রিকশার সিটে উপর থেকে এসে পড়ল ছোট্ট একটি শিশু। কয়েক সেকেন্ড পর বাড়িটির ভিতর থেকে তিন-চারজনকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে দেখা যায়। তারপর তারা ওই শিশুটিকে কোল করে বাড়ির ভিতরে নিয়ে চলে যান।
এ প্রসঙ্গে শিশুটির বাবা আশিস জৈন বলেন, ‘পরিবারের বাকি সদস্যদের সঙ্গে তিনতলায় খেলছিল আমার ছেলে। সে সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বারান্দার রেলিং টপকে পড়ে যায় সে। ভাগ্য ভাল রাস্তার উপর না পরে রিকশা সিটে পড়েছিল। তাই জোরে কোনো আঘাত লাগেনি। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর এখন ভালই আছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।