আন্তর্জাতিক ডেস্ক: একের পর এক মানুষ যে খুন করে তাকে বলা হয় সিরিয়াল কিলার। কিন্তু একের পর এক গাছ কেটে এক ব্যক্তি ট্রি সিরিয়াল কিলার হয়ে উঠেছেন, সে কথা কী জানেন?
যুক্তরাষ্ট্রের ওরেগনের পোর্টল্যান্ডের শহর গ্রেশাম। গ্রেশামের কর্তৃপক্ষ কুখ্যাত ‘গ্রেশাম লাম্বারজ্যাক’ নামে এক ব্যক্তিকে প্রেপ্তারের জন্য হন্যে হয়ে খুঁজছেন। যে ব্যক্তি বিনা কারণে এলাকার প্রায় ৭০০টি গাছ কেটে ফেলেছেন বলে সন্দেহ করা হচ্ছে।
শুধু গাছ নয় ঝোপ ঝাড়ও নষ্ট করেছেন।
গ্রেশাম পুলিশ এবং পার্কস অ্যান্ড রিক্রিয়েশনস কতৃক গঠিত একটি বিশেষ দল ওই বনের হাজার হাজার ছবি ঘেটে যাচ্ছেন। সেই গ্রেশাম লাম্বারজ্যাককে ধরতে যদি কোন সূত্র তাদের হতে আসে এই আশায়। ‘ট্রি সিরিয়াল কিলার’ খ্যাত এই ব্যক্তি প্রায় এক বছর ধরে একের পর এক গাছ কেটে যাচ্ছে। ধরা না পড়ায় দিন দিন আরো সাহসী হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে। দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত পুলিশ কিছু করতে পারেনি। শুধু জানতে পেরেছে এই অপরাধী সেভেনথ স্ট্রীট ব্রিজ এবং টাউল অ্যাভিনিউর এলাকার একটি অংশ বরাবর গাছ কাটতে পছন্দ করে।
স্থানীয় একজন জানিয়েছেন, বনের ভিতর অনেক ব্লেড পাওয়া গেছে। এই ব্যক্তি খুব দ্রুত আসে এবং গাছ কেটে চলে যায়। তবে গাছ কাটতে একটু সময়ও লাগে। তিনি খুব ধারালো করাত ব্যবহার করেন বলে জানা গেছে। ধারালো হওয়াতে সহজেই গাছ কাটা যায়।
২০২১ সালের আগস্টে এই ঘটনা প্রথম ধরা পড়ে। গত তেরো মাসে ৫০০-৭০০টি সুস্থ তরতাজা গাছ কেটে ফেলেছে বলে ধারনা করা হয়। বিনা কারণে যে তিনি গাছগুলো কাটছেন তার প্রমান হলো, গাছগুলো কেটে সেখানেই ফেলে রেখে যান। গ্রেশাম কতৃপক্ষ বনের ভিতর সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন। কিন্তু এই রহস্যময় ব্যক্তি ট্রি সিরিয়াল কিলার ‘গ্রেশাম লাম্বারজ্যাকে’ ধরা যায়নি।
সূত্র : দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।