আন্তর্জাতিক ডেস্ক : বিজ্ঞানীরা একটা তিমির চলাফেরা আলাদাভাবে পর্যবেক্ষণ করছেন। কয়েক মিটার লম্বা এই তিমিটিকে কয়েক বছর আগে প্রথমবারের মতো নরওয়ের কাছাকাছি এলাকায় দেখা গিয়েছিল। সন্দেহ করা হয় এই তিমিটি হয়তো গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করা হচ্ছে।
এর নাম দেওয়া হয়েছিল হাভ্লাতিদিমির। এটাকে রাশিয়ার গুপ্তরচর হিসেবে মনে করা হচ্ছে।
২০১৯ সালে তিমিটিকে প্রথমবারের মতো দেখা যায়। এর সাথে একটি ছোটো ক্যামেরা জুড়ে দেওয়া ছিল।
নওরোজিয়ান মৎস্য পর্যবেক্ষণ দপ্তর জানিয়েছে, হয়তো প্রশিক্ষণকালে তিমিটি রাশিয়ার নৌবাহিনীর কাছ থেকে পালিয়ে এসেছে। জাহাজের গতিবিধি পর্যবেক্ষণের কাজে এটিকে পারদর্শী করে তোলা হচ্ছিল।
গত রবিবার তিমিটিকে সুইডেনের পশ্চিমাঞ্চলে দেখা গেছে। ২০১৯ সালের পর এটিকে দেখা গেল। স্বাভাবিকের তুলনায় বেশি গতিতে তিমিটি দক্ষিণ দিকে এগিয়ে চলছে।
সুইডেনের পর্যবেক্ষকরা বলছেন, কেনো তিমিটি দ্রুত গতিতে এগিয়ে চলছে তা তারা বুঝতে পারছেন না। হয়তো তিমিটি তার সঙ্গী খুঁজছে। তিমির এই প্রজাতি বেশ মিশুক ও সামাজিক বলেও জানিয়েছে পর্যবেক্ষকরা।
যদিও মস্কো তিমিটিকে নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি কখনো।
সূত্র: ইউরো নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।