আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে সমতাপূর্ণ ও টেকসই পৃথিবী গড়ার ক্ষেত্রে আন্তর্জাতিক অগ্রগতি এবং বিশ্বব্যবস্থা নিয়ে তীব্র ভাষায় ‘অসন্তোষ’ উগড়ে দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সমতার বিশ্ব গড়তে মোড়ল দেশগুলোর গালগল্প, ভনিতা ও মিথ্যাচারের যে খেলা সেদিকেও সরাসরি আক্রমণ করেছেন তিনি। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নেলসন ম্যান্ডেলার ১০৩তম জন্মদিন উপলক্ষে দেয়া এক ভাষণে অভূতপূর্ব কড়া ভাষায় সংস্থাটির নিরাপত্তা কাউন্সিলের বড় ধরনের সংস্কারের ওপর জোর দেন গুতেরেস।
তিনি একইসঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্ব ব্যাংকেরও সংস্কার প্রয়োজন বলে ইঙ্গিত দেন। চলমান করোনা মহামারিতে গোটা বিশ্বে যেভাবে পদ্ধতিগত বৈষম্য ও অসাম্য স্পষ্ট হচ্ছে সেদিকে দৃষ্টি রেখেই এই প্রথম জাতিসংঘের কোনও মহাসচিব এতটা কড়া ও তীব্র ভাষণ দিলেন। গুতেরেস বলেন, ‘স্বাস্থ্যসেবা সংকট বিশ্ব ব্যবস্থার দুর্বলতা ও ভঙ্গুরতাকে উলঙ্গ করে ফেলেছে। এটি দেখিয়ে দিয়েছে কত বড় ঝুঁকি আমরা দশকের পর দশক ধরে উপেক্ষা করে গেছি। অপ্রতুল স্বাস্থ্য ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ফাঁক, কাঠামোগত অসাম্য, পরিবেশগত অবনতি এবং জলবায়ু পরিবর্তন সংকট এই সংকটকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


