কোরআন অবমাননার জেরে তুরস্কে দূতাবাস বন্ধ করছে ইউরোপীয়রা
আন্তর্জাতিক ডেস্ক : কোরআন অবমাননা ইস্যুতে নিরাপত্তার কারণ দেখিয়ে জার্মানিসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ আঙ্কারায় তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এর প্রতিবাদে বৃহস্পবিার (২ ফেব্রুয়ারি) পশ্চিমা নয়টি দেশের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র সমালোচনা করেছে তুরস্ক। খবর এএফপির।
কোরআন অবমাননা ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ব্যাপক টানাপোড়েন চলছে তুরস্কের। এর ধারাবাহিকতায় নিরাপত্তা ইস্যুতে বুধবার (১ ফেব্রুয়ারি) আঙ্কারায় দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেয় জার্মানি। সতর্কতার অংশ হিসেবে আরও ছয়টি দেশ একই পদক্ষেপ নিয়েছে৷
এমনকি গেল সপ্তাহে তুরস্কে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকারও আহ্বান জানায় ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্র। তুরস্ক ভ্রমণের ব্যাপারে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দেয় দেশগুলো।
এ অবস্থায় পশ্চিমা নয়টি দেশের রাষ্ট্রদূতকে তলব করে তাদের কূটনৈতিক মিশন বন্ধ ও নিরাপত্তা সতর্কতা জারির সমালোচনা করেছে তুরস্ক। নয়টি দেশের মধ্যে রয়েছে বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও ব্রিটেন। বিষয়টির সমালোচনা করতেই রাষ্ট্রদূতদের ডাকা হয় বলে জানায় আঙ্কারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।