Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে একটি পর্যবেক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৭ তুর্কি নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রী সুলেইমান সোয়লুর উদ্ধৃতি দিয়ে আনাদোলু বলেছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার দুইশ ফুট উঁচুতে আর্তোস পাহাড়ে বিধ্বস্ত হয় বিমানটি। নিহতদের মধ্যে দুই পাইলটও রয়েছেন।
দুর্ঘটনার অনুসন্ধানকারীরা বিমান বিধ্বস্তের কারণ জানতে কাজ করছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম এনটিভি।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, বিমানটির সঙ্গে শেষবার যোগাযোগ করা সম্ভব হয়েছিল বুধবার (১৬ জুলাই) রাত ১০টা ৩২ মিনিটে। এর ১৩ মিনিট পর বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



