বিনোদন ডেস্ক : শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান ৪৯টি গানের কপিরাইট দাবি করে নিম্ন আদালতে মামলা করেছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালত আদেশ দিয়েছিল, শিরোনামহীনের গান গাইতে পারবেন না ব্যান্ডটির সাবেক ভোকাল তানযীর তুহীন। আজ রোববার নিম্ন আদালতের সেই আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন তুহিনের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান।
তিনি বলেন, ‘এই আদেশের কারণে আগামী ছয় মাস তুহিনের অংশগ্রহণে প্রকাশিত তিনটি অ্যালবামের ৪৯টি গান স্টেজে গাইতে পারবে এবং কপিরাইট এক্সারসাইজ করতে পারবে। এতে আর কোনো আইনি ঝামেলা নেই। ছয় মাস পর আবার এই আদেশ রিভিউ হবে। তবে এর সিদ্ধান্ত নির্ভর করবে অপর পক্ষ অর্থাৎ শিরোনামহীন মিউজিক্যাল ব্যান্ডের পরিবর্তী পদক্ষেপের ওপর।’
এ প্রসঙ্গে শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান জিয়া বলেন, ‘হাইকোর্ট থেকে এর আগে একটি আদেশ আছে, সেখানে বলা হয়েছে শিরোনামহীন ব্যান্ডের কোনো গান তুহিন গাইতে পারবে না। কিন্তু আজ হাইকোর্ট থেকে এমন কোনো আদেশ হয়েছে কি-না তা আমি এখনো জানি না।’
জানা গেছে, চলতি বছরের আগস্টের ২৯ তারিখে নিম্ন আদালতে শিরোনামহীন ব্যান্ডের পক্ষ থেকে এই মামলা করা হয়। এর পরিপ্রেক্ষিতে আভাস ব্যান্ডের পক্ষে আইনজীবী মিজানুর রহমান হাইকোর্টে পিটিশন দায়ের করেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবর মাসে ব্যান্ডদল ‘শিরোনামহীন’ থেকে বেরিয়ে যান তানযীর তুহিন। এরপর গঠন করেন ‘আভাস’ নামে ব্যান্ড। কিন্তু ‘আভাস’ ব্যান্ডের হয়েও তিনি বিভিন্ন কনসার্টে নিয়মিত পরিবেশন করতেন ‘শিরোনামহীন’র বেশকিছু জনপ্রিয় গান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।