ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ টানা তৃতীয় দিন ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন। ফলে রাজধানীর সঙ্গে এই অঞ্চলের ২১টি জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় ৮০-৯০ জন এবং আলগী ইউনিয়নের সুয়াদি এলাকায় প্রায় ১০০ জন মানুষ মহাসড়কে বসে বিক্ষোভ শুরু করেন। একইভাবে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ও নওয়াপাড়া এলাকায় শতাধিক মানুষ গাছের গুঁড়ি ফেলে, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে ঢাকাগামী বাস, ট্রাক, মাইক্রোবাসসহ শতশত যানবাহন আটকা পড়ে।
বিক্ষোভকারীরা জানান, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার গেজেট তারা মানবেন না। তাদের দাবি, “ভাঙ্গা থাকবে ভাঙ্গাতেই। যতদিন প্রয়োজন, ততদিন রাস্তায় থাকব।”
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, ভোর থেকে দুই মহাসড়কে শতশত মানুষ অবরোধ করে বসে আছে। তাদের কথা একটাই, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না।
এর আগে, ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার গেজেট প্রকাশ করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েক দিনে ভাঙ্গায় একাধিকবার মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।