বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ‘বেবো’ খ্যাত কারিনা কাপুর। ২০১২ সালের ১৬ অক্টোবর ভালোবেসে বিয়ে করেন সাইফ আলী খানকে। তাদের প্রথম পুত্রসন্তান তৈমুর আলী খান জন্ম নেয় ২০১৬ সালের ডিসেম্বরে । ২০২১ সালের ২১ ফেব্রুয়ারিতে তাদের জীবনে আসে জাহাঙ্গীর আলী খান।
তবে, আলোচিত এ তারকা দম্পতি ফের বাবা-মা হচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়েছে অনুরাগীমহলে। বেশ কিছুদিন ধরেই এ আলোচনা উড়ে বেড়াচ্ছে বলিউডে। এমন জল্পনার অবসান ঘটালেন কারিনা নিজেই।
মঙ্গলবার (১৯ জুলাই) দিনগত রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেন, ‘পাস্তা আর ওয়াইন খাওয়ায় আমাকে ওরকম দেখাচ্ছিল। আপনারা শান্ত হন। আমি অন্তঃসত্ত্বা নই। সাইফ বলেছে— দেশের জনসংখ্যা বাড়ানোয় ওর অনেক অবদান।’
কারিনা যে মা হচ্ছেন না, তা অনুরাগীদের বুঝতে আর বাকি থাকে না। বিদেশে ছুটি কাটিয়ে ফের তিনি ব্যস্ত কাজ নিয়ে। খুব শিগগির পা রাখতে চলেছেন ওটিটিতে (ওভার দ্য টপ)। এ ছাড়া আগস্টে মুক্তি পেতে চলেছে তার ‘লাল সিং চাড্ডা’। কাজ, সংসার আর কাছের মানুষদের নিয়ে দিব্যি দিন কাটছে কারিনার।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel