Advertisement
বলিউডের নায়িকাদের আবেদনময়তা একেবারেই অন্যরকম। হলিউডের হার্ডকোর খোলামেলা পোশাক বা সাহসী বডি ল্যাঙ্গুয়েজের চেয়ে এখানকার সুন্দরীদের আকর্ষণের মূলমন্ত্র একেবারেই আলাদা।
যুগে যুগে হেলেন, জিনাত আমান থেকে শুরু করে এখন নতুন সব নায়িকাদের আবেদনময়তা মুগ্ধ করে চলেছে সৌন্দর্যপ্রিয় মানুষদেরকে।
কালের ধারাবাধিকতায় এই নিরিখে এখন সকলের পছন্দের শীর্ষে আছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। আর তার কারণ, তিনি একবারেই ফ্রেশ একটা স্টাইল নিয়ে এসেছেন পাশ্চাত্য ঘরানার মুখশ্রী আর ধারালো ফিগারে। আজকাল তাঁকে দেশি লুকে দেখা যায় বেশ।
কিউট আর ইনোসেন্ট ইমেজ ভেঙে তৃপ্তি এখন বলিউডে আবেদনময়তার প্রতীক হয়ে উঠেছেন। নতুন সব লুকে তাঁকে প্রায়ই উষ্ণতা ছড়াতে দেখা যায় সামাজিক মাধ্যমে। ডিপুনেক আইভরি টপ আর বেল্ট দিয়ে ম্যাচিং নেটের স্কার্টের সঙ্গে নজরকাড়া বালা আর চুড়ি পরেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।