বেকিং সোডার গন্ধ একেবারেই সহ্য করতে পারে না তেলাপোকা। তাই সমপরিমাণ চিনি আর বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে পুরো বাড়ির কোনায় কোনায় ছড়িয়ে দিন। চিনির গন্ধে তেলাপোকা আকৃষ্ট হয়ে বেকিং সোডা মিশ্রিত চিনি খেয়ে মারা যাবে। সপ্তাহে দুই দিন করে অন্তত তিন সপ্তাহ এই পদ্ধতিটি কাজে লাগাতে পারলে তেলাপোকার উপদ্রব থেকে একেবারে মুক্তি পাওয়া যাবে।
বোরিক পাউডার মূলত এক ধরনের এসিডিক উপাদান, যা পোকামাকড়ের যন্ত্রণা কমাতে সহায়ক। তেলাপোকার উপদ্রব বন্ধ করার ক্ষেত্রেও বোরিক পাউডার ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে ১ চামচ বোরিক পাউডার, ২ চামচ ময়দা বা আটা আর ১ চামচ কোকো পাউডার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটি বাড়ির সব কোনায় ছড়িয়ে দিন। এই মিশ্রণে আকৃষ্ট হয়ে বোরিক পাউডার খেয়ে মারা যাবে তেলাপোকা। এ পদ্ধতিও সপ্তাহে তিন দিন করে অন্তত দুই সপ্তাহ অনুসরণ করতে পারেন।
তেলাপোকা তাড়ানোর সবচেয়ে সহজ ও সস্তা উপাদান হলো তেজপাতা। তেজপাতার তীব্র গন্ধ তেলাপোকা একেবারেই সহ্য করতে পারে না। তেজপাতা গুঁড়া করে ঘরের প্রতি কোনায় ছড়িয়ে দিন। সপ্তাহে অন্তত দুই দিন এইভাবে তেজপাতা গুঁড়া ছড়িয়ে দিতে পারলে তেলাপোকার উপদ্রব কমে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।