স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ব্যাটিংয়ের অনেক রেকর্ড ভাঙ্গবে দুই তরুণ সতীর্থ সৌম্য সরকার ও লিটন কুমার দাস। এমনটিই বলেছেন, টাইগার দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
গতকাল শনিবার (১৬ মে) রাতে তামিমের নিয়মিত ফেইসবুক লাইভে অতিথি ছিলেন সৌম্য, লিটন ও মুমিনুল হক। একটা পর্যায়ে তাদের সঙ্গে যুক্ত হন তাইজুল ইসলাম। সেখানেই সৌম্য-লিটনকে নিয়ে নিজের ভাবনা জানান তামিম।
বাংলাদেশ ক্রিকেটের অনেক রেকর্ডই এখন তামিমের দখলে। সম্প্রতি ১০ বছরের পুরনো ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড হাতছাড়া হয়েছে লিটনের কাছে। লাইভে এসে আবারও সৌম্য-লিটনের ওপর নিজের আস্থার কথা আবারও জানিয়ে দেন দেশ সেরা ওপেনার তামিম।
সৌম্য-লিটনের উচ্ছ্বসিত প্রশংসা করে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, সত্যি কথা বলতে কি লিটন, আমি এখনও বললাম, তুই ও সৌম্য যে ধরনের খেলোয়াড়, এই রেকর্ডগুলো যদি কেউ ভাঙতে পারে, তোরাই ভাঙবি। আমার কথাটা ধরে রাখিস।
তামিম বলেন, সৃষ্টিকর্তা তোদের বিশেষ কিছু প্রতিভা দিয়েই বাংলাদেশে পাঠিয়েছে। হয়তো বা মাঝে মাঝে আমরা খুব তাড়াতাড়ি সমালোচনা শুরু করে দেই। কিন্তু তোরা যত বেশি খেলবি, তত বেশি রেকর্ড ভাঙবি। আজ থেকে ৭ বছর পর এসে বলিস, আমি এই কথাটা বলেছিলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।