বিনোদন ডেস্ক : ‘কিছুদিন আগেই বিয়ে হয়েছে রাফিয়া ও আরিয়ানের। বিয়ের পর থাইল্যান্ডের পাতায়ায় ঘুরতে যান তারা। নবদম্পতি যখন হোটেলে উঠবে, এমন সময় তাদের পেছনে দাঁড়ায় সায়মন। রাফিয়া তাকে দেখতে পেলেও আরিয়ানের চোখ এড়িয়ে যায়। রাফিয়া খুব ভয় পেয়ে যায় কারণ সায়মন তার বিশ্ববিদ্যালয় জীবনের প্রেম ছিল।
অবাক করার বিষয় কেনও সায়মন এত দূর পাড়ি দিয়ে তাদের পিছু নিলো? কী উদ্দেশ্য তার? বিষয়টা রাফিয়া কোনভাবেই মেনে নিতে পারছিল না। কী করবেন তিনি? তার স্বামীকে কি সব বলে দেবে? অন্যদিকে বিশেষ এক মুহূর্তে সায়মনের সঙ্গে পরিচয় হয় আরিয়ানের। বিষয়টা নিয়ে আরও শঙ্কায় থাকেন রাফিয়া। এভাবেই এগিয়েছে ‘রাফিয়ার দিনগুলো’ নাটকের গল্প।
এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, ফারহাদ বাবু ও রাকিব প্রমুখ। নাটকটি রচনা করেছেন রিফাত আদনান পাপন ও পরিচালনা করেছেন দীপু হাজরা।
নাটকটি সম্পর্কে দীপু হাজরা বলেন, রাফিয়া চরিত্রে সাফা কবির ও আরিয়ান চরিত্রে তৌসিফ এখানে অভিনয় করেছেন। থাইল্যান্ডের বিভিন্ন দর্শনীয় স্থানে নাটকটির শুটিং হয়েছে।
টানাপোড়নের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া ‘রাফিয়ার দিনগুলো’ নাটকটি ৩ মে শুক্রবার রাত ৯টায় নাগরিক টেলিভিশনে প্রচারিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।