Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে সরকার। সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষায়।
শনিবার (১ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিন বাহিনীর সদস্যরা একযোগে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য এবং দেড় হাজার বিমানবাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
প্রতিটি উপজেলায় এক কোম্পানি করে সেনাসদস্য মোতায়েন থাকবে। নির্বাচনের দিন এবং তার আগে–পরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এই শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে বলে জানায় সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



