জুমবাংলা ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেয়া কর্মসূচিতে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য ত্রাণ তহবিল গঠন করেছেন রাজশাহী সিটি মেয়রএএইচএম খায়রুজ্জামান লিটন। আর সেই তহবিলে টাকা দেয়ার জন্য নিজের মাটির ব্যাংক হাতে আজ নগরভবনে হাজির হয়েছিল চতুর্থ শ্রেণির ছাত্র রাফসান আরাফাত।
বিষয়টি শুনেই আপ্লুত হয়ে পড়েন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। দ্রুত তাকে ডেকে নেন তাঁর। রাফসানের জমানো টাকাসহ মাটির ব্যাংকটি নিয়ে সযত্নে রেখে রাফসানের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন তিনি।
রাফসান মেয়রকে বলে, ‘টিভিতে খবর দেখেছি, গরিব মানুষেরা খাবার পাচ্ছে না। আপনি খাবার দিচ্ছেন, আমার এ টাকা দিয়েও খাবার কিনে মানুষকে দিবেন।’
অনুভূতি জানাতে গিয়ে মেয়র বলেন, ‘ত্রাণ তহবিলে অনেক মানুষই সহযোগিতা করেছেন। তবে স্কুলছাত্র রাফসানের মাটির ব্যাংক নিয়ে হাজির হওয়ার ঘটনা আমার হৃদয় ছুঁয়ে গেছে, আবেগ্লাপুত করেছে। এটি মানবিকতার অনন্য দৃষ্টান্ত ও সবার জন্য বার্তা।’
পরে রাফসান সাংবাদিকদের বলে, দু‘ই বছর ধরে ওই ব্যাংকে আমি টাকা জমিয়েছি। আমার আব্বু-আম্মু, নানা-নানি ও খালাসহ অনেকে ঈদে টাকা দেয়। সেই টাকা ব্যাংকে জমা রাখতাম। জমানো টাকা ৩৫০০ থেকে ৪০০০ টাকা হতে পারে।’
রাফসানের বাবা আরাফাত রুবেল জানান, ‘কয়েকদিন আগে মেয়র খায়রুজ্জামান লিটন সমাজের বিত্তবানদের ত্রাণ তহবিলে সহায়তা দেওয়ার আহ্বান জানানোর বিষয়টি বাড়িতে আলোচনা হচ্ছিল। সেটা নিয়ে রাফসান বিভিন্ন প্রশ্ন করছিল। পরে সে আমাদের বলে যে তার মাটির ব্যাংকে জমানো টাকা সে মেয়রের ত্রাণ তহবিলে দিবে। আমরাও ছেলের এমন কথায় উৎসাহ দিয়েছি।’
রাফসান রাজশাহীর শিমুল মেমোরিয়াল নর্থ-সাউথ স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র। মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর কালুর মিস্ত্রির মোড়ে বাবা আরাফাত রুবেল ও মা আলিয়ার সাথে বসবাস করে সে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।