আন্তর্জাতিক ডেস্ক : নারী সুরক্ষা নিয়ে বিশেষ কর্মসূচি নিয়েছে ভারতের উত্তরপ্রদেশ পুলিশ। চলছে বিশেষ সপ্তাহ পালন। স্কুলে স্কুলে গিয়ে পুলিশ কর্মকর্তারা ছাত্রীদের বলছেন, রাস্তাঘাটে কোনও অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়লে কিভাবে আওয়াজ তুলতে হবে। আর তা করতে গিয়েই দেশটির উত্তরপ্রদেশের বরাবাঁকির অতিরিক্ত পুলিশ সুপার এস গৌতমকেই পড়তে হল অপ্রীতিকর পরিস্থিতিতে। ‘উন্নাও’ নিয়ে এক ক্লাস ইলেভেনের ছাত্রীর প্রশ্নে থমকে যেতে হল পুলিশ কর্তাকে।
জানা গেছে, পুলিশের পক্ষ থেকে ছাত্রীদের উদ্দেশে আওয়াজ তোলার কথা বলতেই, উঠে দাঁড়ায় মুনিবা কিদওয়াই নামের ক্লাস ইলেভেনের এক ছাত্রী। প্রশ্ন করে, উন্নাওয়ে ধ*র্ষণ করা হয়েছে এক তরুণীকে। ধ*র্ষণ করেছে বিজেপি-র বিধায়ক। কী ব্যবস্থা হয়েছে? না থেমেই মুনিবা বলতে থাকে, আপনারা বলছেন আওয়াজ তুলতে, আর তাকে পিষে মে*রে ফেলার চেষ্টা হল। সবাই বুঝতে পারছে ওটা দু*র্ঘটনা নয়। ট্রাকের নম্বর প্লেট কালি দিয়ে ঢাকা ছিল। আসলে সাধারণ লোক অপরাধ করলে ব্যবস্থা হয়, ক্ষমতাশালীরা ধর্ষ*ণ করলে কোথায় ব্যবস্থা? কোথায় আইন? আমাদের নিরাপত্তার কোথায়?
ওই তীক্ষ্ণ প্রশ্ন নির্বাক হয়ে শোনা ছাড়া আর কোনও উপায় ছিল না ঐ পুলিশ কর্মকর্তাকে। মুনিবার কথা শেষ হতেই হাততালিতে ফেটে পড়ে গোটা ক্লাস। ওই ভিডিও এখন ভা*ইরাল। মৃ*ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন উন্নাও ধ*র্ষণ কাণ্ডের নিগৃহীতা। মৃ*ত্যু হয়েছে তার দুই চাচির। গোটা দেশ তোলপাড়। আজ বৃহস্পতিবার এ ঘটনায় মামলা উঠবে সুপ্রিমকোর্টে। আর বুধবার মুনিবা কিদওয়াই প্রশ্ন তুলে দিল, ‘রাজা তোর কাপড় কোথায়?’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।