আন্তর্জাতিক ডেস্ক : থানা থেকে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার প্রায় ১১ দশমিক ৩৫ লাখ রুপি ও স্বর্ণসহ কিছু জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে চোর। ঘটনাটি ঘটেছে ভারতের কোটা জেলায়। ৩১ আগস্ট এনিয়ে অভিযোগ জানানো হয়েছে। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।
ওই অবসরপ্রাপ্ত সাব-ইনসপেক্টর রামকরণ নাগর এনিয়ে একটি এফআইআর করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার সময় গুমানপুরা থানায় পোস্টিংয়ে ছিলাম আমি। সেই সময় আমার স্ত্রী করোনায় মারা যায়। এরপর স্বর্ণালঙ্কার আর অর্থ ব্যাংকের লকারে না রেখে আমি আমার অফিসের আলমারিতে রেখেছিলাম। দুটো তালাও দিয়েছিলাম। এরপর কাজের ব্যস্ততায় তা আলমারিতেই থেকে যায়। এরপর ১৬ জুলাই আলমারি খুলে দেখা যায় সেই মূল্যবান সামগ্রী আর নেই।
তিনি অভিযোগ করে জানিয়েছেন, থানার স্টাফরা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। কারণ বাইরের লোক এখানে ঢুকতে পারেন না। এদিকে এই চুরির ঘটনার মামলা করতেও রীতিমতো কাঠখড় পোড়াতে হচ্ছে তাকে।
কোটা রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল প্রসান কুমার খামেসরা জানিয়েছেন, একটা মামলা রুজু করা হয়েছে। ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তা মনে করছেন থানার কেউ এই ঘটনায় যুক্ত থাকতে পারে। অফিসের আলমারি থেকেই তার অর্থ-গয়না খোয়া গিয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি।
সূত্র: জাগো নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।