বিনোদন ডেস্ক : ঢাকা বোট ক্লাবে পরীমনির সঙ্গে ঘটা ঘটনায় সাভার মডেল থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন অভিনেত্রী। এরপরে দিন যাওয়ার সঙ্গে সঙ্গে তার কথার সঙ্গে কোন মিল খুঁজে পায়নি সংশ্লিষ্টরা। মামলার প্রয়োজনে ঢাকার সাভার মডেল থানায় গেছেন চিত্রনায়িকা পরীমনি।
রোববার দুপুরে সাদা প্রাইভেটকারে থানায় যান পরীমনি। এরপর তিনি ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির কক্ষে যান। পুলিশ সূত্রে জানা গেছে, মামলার প্রয়োজনে পরীমনিকে সাভার মডেল থানায় আসতে হয়েছে।
পরীমনি আসার পর থেকে থানায় জনসাধারণ কিংবা সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। থানার প্রধান ফটক আটকে দেওয়া হয়েছে।
সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, চিত্রনায়িকা পরীমনি সাভার থানায় এসেছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
ঢাকা বোট ক্লাবে গত ২৩ জুন মামলার আসামি নাসির ইউ আহমেদ ও তুহিন সিদ্দিকী অমিকে পাঁচ দিনের রিমান্ডে থানায় আনা হয়।
উল্লেখ্য, গত ৯ জুন রাতে ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ করেন পরীমনি। ১৩ জুন নাসির ও অমি ছাড়াও অজ্ঞাতনামা আরো চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel