জুমবাংলা ডেস্ক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের শালুকা পাড়া গ্রামের কৃষক বেলাল হোসেন ১৬ শতক জমিতে শিম চাষ করে ৯০ হাজার টাকা বিক্রির স্বপ্ন দেখছেন । চলতি রবি মৌসুমে অধিক লাভের আশায় এ জমিতে শিম চাষ করেছেন তিনি।জুলাই মাসের শুরুতে ওই জমিতে বীজ বোপন করা হয়েছিল। সেই বীজ থেকে চারা গজিয়ে গাছে রূপান্তরিত হয়ে ডালপালায় পরিপূর্ণ হয়েছে মাচা।
থোকা থোকা বেগুনি রঙের ফুলে সেজেছে শিমের খেত। যা অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে। আর কার্তিকের মৃদু বাতাসে শিমের সবুজ পাতা ও বেগুনি রঙের ফুলের সঙ্গে দুলছে কৃষক বেলাল হোসেনের স্বপ্ন।সরেজমিনে বেলাল হোসেনের শিম ক্ষেতে গিয়ে দেখা যায়, শিম গাছের ডাল পালায় মাচা ভরে গেছে। বেগুনি রঙের মনোমুগ্ধকর ফুলগুলো নজর কাড়বে যে কারো।
এর মধ্যেই কিছু কিছু গাছে শিম ধরতে শুরু করেছে।নন্দীগ্রাম কৃষি অফিস সূত্রে জানা যায়, রবি মৌসুমে উপজেলায় ৪শ ৯০ হেক্টর জমিতে শাক সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে আরও বেশি জমিতে শাক সবজি চাষ হতে পাড়ে।শিম চাষি বেলাল হোসেন বলেন, আমি ১৬ শতক জমিতে শিম চাষ করেছি।
কয়েক দিনের মধ্যেই শিম উঠানো শুরু করব। শিম চাষে অন্য ফসলের চেয়ে খরচ কম হয়। আশা করছি বাজারদর ভালো থাকলে এ জমি থেকে ৮৫ থেকে ৯০ হাজার টাকার শিম বেচতে পারব।উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু জানান, নন্দীগ্রাম উপজেলার মাটি খুবই উর্বর। তাই কৃষকদের ধানের পাশাপাশি শাকসবজি বাগান করার জন্য কৃষি বিভাগ হতে পরার্মশ দেওয়া হয়। তাতে ভালো ফলনও পায় কৃষকরা।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.