জুমবাংলা ডেস্ক: কারিগরি বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলছে নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। কম্পিউটার, ইলেকট্রিক্যাল,ড্রাইভিংসহ ১৯টি ট্রেডে প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশে চাকুরির সুযোগ পাচ্ছেন বেকার যুবক-যুবতীরা।স্বল্প শিক্ষিত কিংবা বেকাররা সমাজের বোঝা নয়,তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে মানব সম্পদে পরিণত করাই আমাদের লক্ষ্য বলে জানালেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ শামীম হোসেন।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সূত্রে জানা যায়, এ প্রশিক্ষণ কেন্দ্রে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস,ড্রাইভিং প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ,কনজুমার ইলেকট্রনিক্স,ওয়েল্ডিং এন্ড ফ্রেবিকেশন,সিভিল কন্সট্রাকশন,কম্পিউটার অপারেশন,রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, অটোমোবাইলসহ অন্যান্য ট্রেডে ১৭ বছর থেকে ৩৫ বছর বয়সীরা ৩মাসের প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত হচ্ছেন।একমাত্র কম্পিউটার অপারেশন ট্রেডে ভর্তির জন্য শিক্ষা যোগ্যতা হচ্ছে এসএসসি পাস।বাকি ট্রেডগুলিতে অষ্টম শ্রেণী পাস হলে ভর্তির সুযোগ পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে।দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ ড্রাইভার সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান প্রকল্পের আওতায় ২টি প্রশিক্ষণ গাড়ি দিয়ে দু’জন প্রশিক্ষক ও একজন স্কিল ওয়ার্কার মোট ৪০জনকে ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করছেন।সেইপ প্রকল্পের আওতায় গামের্ন্টস,গ্রাফিক ডিজাইন ও ওয়েল্ডিং ইলেকট্রিক্যালের উপর ৪মাসের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীরা প্রতিদিন যাতায়াত ও নাস্তা বাবদ প্রতি প্রশিক্ষণ দিবসে ১৫০টাকা হারে ভাতা পাবেন।এছাড়া জনশক্তি কর্মসংস্থান, ও প্রশিক্ষণ ব্যুরোর তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশ ফেরতগামীদের জন্য ইলেকট্রিক্যালের উপর ৪মাস মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।এ প্রশিক্ষণ কেন্দ্রে এসএসসি ভকেশনাল শাখায় ২বছর মেয়াদী সিভিল কন্সট্রাকশন ও ইলেকট্রিক্যালের উপর পড়াশুনার সুযোগ রয়েছে।ইংলিশ স্পোকেনসহ মোট ১৯টি শর্ট কোর্সে প্রশিক্ষণ দেয়া হয় এখানে। এখানে প্রশিক্ষণ নেয়া একাধিক প্রশিক্ষণার্থী জানান,তারা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের পর দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।অনেকে প্রশিক্ষণের আগে পরিবারের বোঝা হয়ে থাকলেও প্রশিক্ষণের পর তারা চাকরি কিংবা আত্মনির্ভরশীল হয়ে পরিবারের জন্য আশির্বাদ হয়ে দাঁড়িয়েছেন।প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর বিগত ৬ বছরে এসএসসি ভকেশনাল ও বিভিন্ন শর্ট কোর্সে ১৬ হাজার ৬৪৬জন প্রশিক্ষণার্থী ও ছাত্র-ছাত্রী সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন বলে সূত্রে জানা গেছে।
সূত্রে আরো জানা যায়, বর্তমানে নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) একজন অধ্যক্ষসহ ১৩জন বিভিন্ন পদে কর্মরত আছেন।মোট পদের সংখ্যা ৪৩জন হলেও উপাধ্যক্ষ, ৩ জন চীফ ইন্সেট্রাক্টর, ১২জন ইন্সেট্রাক্টরসহ মোট শুণ্য পদের সংখ্যা ৩০জন।আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী এখানে ১১জন জনবল নিয়োগ দেয়া আছে বলে জানান অধ্যক্ষ মোহাম্মদ শামীম হোসেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।