দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি বারে বন্দুকধারীদের গুলিতে তিন বছরের শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে ঘটে এই ভয়াবহ হামলা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিসের মুখপাত্র আথলেন্ডা ম্যাথে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রিটোরিয়া থেকে প্রায় ১৮ কিলোমিটার পশ্চিমে সলসভিল টাউনশিপের একটি ‘অনিবন্ধিত বারে’ তিন বন্দুকধারী ঢুকে নির্বিচারে গুলি চালায়।
এসময় বারে কয়েকজন পুরুষ পানাহার করছিলেন। হঠাৎ হামলায় মোট ২৫ জন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে ১২ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত ১৪ জনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছে তিন বছর বয়সী এক শিশু, ১২ বছর বয়সী এক ছেলে ও ১৬ বছর বয়সী এক কিশোরী—যা নৃশংসতার মাত্রা আরও স্পষ্ট করে।
পুলিশ বলছে, ভোর সাড়ে ৪টার দিকে হোস্টেল-সংলগ্ন অনিবন্ধিত এই বারে হামলাকারীরা ঢোকে। এখনো তাদের শনাক্ত করা যায়নি, হামলার কারণও অজানা। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, তদন্তে নেমেছে পুলিশ।
দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক সময়ে বারে ও নাইট ক্লাবে বন্দুক হামলার ঘটনা বাড়ছে—এ হামলা সেই শঙ্কাকে আরেকবার সত্য প্রমাণ করল।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত বন্দুকধারীদের ধরতে ইতোমধ্যে ব্যাপক অভিযান শুরু হয়েছে। তবে এখনো হামলার কারণ বা উদ্দেশ্য জানা যায়নি।
প্রসঙ্গত, আফ্রিকার শিল্পোন্নত দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকা। দেশটি দীর্ঘদিন ধরেই সংগঠিত অপরাধচক্র, দুর্নীতি ও গ্যাং সহিংসতার সঙ্গে লড়ছে। পুলিশের হিসাবে, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে প্রতিদিন গড়ে ৬৩ জন খুন হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


