দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের দক্ষিণে একটি মিনিবাস ও লরির মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৩ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টার দিকে ভ্যান্ডারবাইলপার্ক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরা মিনিবাসে করে স্কুলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যমতে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ১১ জন শিক্ষার্থী প্রাণ হারায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। বর্তমানে আরও দুই শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশের মুখপাত্র মাভেলা মাসোন্দো জানান, মিনিবাসটি অন্য দুটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ‘অনিচ্ছাকৃত নরহত্যা’ বা শাস্তির যোগ্য হত্যাকাণ্ডের মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মিনিবাসের চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও লরির চালকের অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দক্ষিণ আফ্রিকায় বেপরোয়া ড্রাইভিং, অতিরিক্ত গতি এবং যানবাহনের সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে সড়ক দুর্ঘটনা একটি বড় সমস্যা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় মোট ১১ হাজার ৪১৮ জন প্রাণ হারিয়েছেন। দেশটিতে প্রতিদিন গড়ে অন্তত ৩১ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি বলেন, “শিশুরা আমাদের জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ। তাদের সুরক্ষায় সড়ক আইন মেনে চলা এবং শিক্ষার্থী পরিবহনে নিয়োজিত যানের মান নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


