আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে।
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশটিতে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬০ জন। মার্চে মহামারী শুরুর পর এটিই সর্বোচ্চ দৈনিক আক্রান্ত।
দেশের অর্থনীতিকে গতিশীল করতে সরকার চলতি মাসের ১ তারিখ থেকে দেশটিতে ৪র্থ স্তরের লকডাউন ঘোষণা করা হয়। এ সময় উৎপাদনশীল শিল্প কারখানাসহ সীমিত আকারে দোকানপাট খোলা রাখার নির্দেশ আছে সরকারের পক্ষ থেকে।
মূলত লকডাউন আইন শীতল হওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা এবং সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় নিশ্চিত করোনায় আক্রান্তের মোট সংখ্যা ১৫ হাজার ৫১৫ জন, ২৪ ঘণ্টায় পরীক্ষার পর নতুন করে ১ হাজার ১৬০ জনকে শনাক্ত করা গেছে।
দেশটিতে নতুন করে তিনজনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি ২৬৩ জন। আফ্রিকায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে দক্ষিণ আফ্রিকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।