দক্ষিণ আফ্রিকায় সৎকার কেন্দ্রের পাঁচ নারীকে ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার লিম্পোপো রাজ্যের মালিপসড্রিফ্টের দুটি সৎকার কেন্দ্রে সশস্ত্র হামলার পর অপহরণ করে পাঁচ নারীকে ধর্ষণ করা হয়েছে। এছাড়া একজনকে গুলি করে আহত এবং ছয়জনকে লাঞ্ছিত করা হয়েছে। স্থানীয় সময় রবিবার সকালে এ ঘটনা ঘটেছে। দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম নিউজ২৪ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার মতলাফেলা মোজাপেলো বলেছেন, একটি রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া দুই নারীকে প্রথমে অপহরণ করে বন্দুকধারীরা। তারা উইসানি দাফন সমিতিতে কর্মরত এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছিল।

তিনি আরো বলেছেন, সৎকার কেন্দ্রে পৌঁছানোর পর বন্দুকধারীরা এক কর্মচারীকে গুলি করে আহত করে। তারপর তারা দ্বিতীয় সৎকার কেন্দ্রে যায়। সেখানে তিনজন নারী এবং ছয়জন পুরুষ কাজ করছিলেন। গুরুতরভাবে লাঞ্ছিত করায় ছয়জন পুরুষই অজ্ঞান হয়ে পড়ে। তারপর সন্দেহভাজনরা সেখান থেকে অজ্ঞাতপরিমাণ টাকা এবং মোবাইলসহ মূল্যবাণ জিনিস নিয়ে পালিয়ে যায় এবং পরে অপহরণ করা পাঁচজন নারীকে তারা গণধর্ষণ করে।

জানা গেছে কয়েকজন নারীও লাঞ্ছিত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ধর্ষণ, অপহরণ, খুনের চেষ্টা এবং ব্যবসায়িক ডাকাতির অভিযোগে তদন্ত করছে বলে জানিয়েছে।

সূত্র : দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম নিউজ২৪।