গত বছর রিলিজ পাওয়া সিনেমা থেকে সেরা ২০টি সিনেমার একটি তালিকা প্রকাশ করেছে ভারতের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যম। প্রথম ধাপে প্রকাশ করা রিপোর্টে ১০টি সিনেমা এবং তথ্যচিত্র রয়েছে। শীর্ষ ১০ এ নেপাল, পাকিস্তান, ভুটান, এবং আফগানিস্তানের সিনেমায় স্থান পেয়েছে। এমনকি মিয়ানমারের সিনেমা এখানে অন্তর্ভুক্ত ছিল।
তবে সবথেকে বড় চমক ছিল বাংলাদেশের দুইটি সিনেমার অন্তর্ভুক্তি। ভুটানের ’the monk and the gun’ সিনেমা রয়েছে তালিকার শীর্ষে। যখন ভুটানের মানুষ ইন্টারনেট এবং টেলিভিশনের সুবিধা থেকে বঞ্চিত ছিল সেসবের নানা কাহিনী দর্শকের সাথে শেয়ার করা হয়েছে।
এশিয়ার শীর্ষ ১০ সিনেমার তালিকা করার সময় প্রথম স্থান দখল করে আছে এ সিনেমাটি। সিনেমাটি এ বছর অস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিল। ভুটানের শান্তিপ্রিয় জনগণের নানা দিক এখানে তুলে ধরা হয়েছে। অন্যদিকে ভারতের একটি ডকুমেন্টারি তালিকার দ্বিতীয় অবস্থান অর্জন করেছে।
ওই ডকুমেন্টারি অস্কারে প্রতিযোগিতা করেছে। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের সিনেমা ইনফ্লেক্স। এটি পরিচালনা করেছেন জারা খান। কান চলচ্চিত্র উৎসবে পাকিস্তানের সিনেমাটি জায়গা পেয়েছিল। চতুর্থ স্থান দখল করেছে পাকিস্তানের এমন এক সিনেমা যা ট্রান্সজেন্ডারের উপর ভিত্তি করে নির্মিত।
পাকিস্তানের সিনেমাটির নাম ‘আই এম সিরাদ। পরিচালক সিরাদ নিজেই এ সিনেমার চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি লন্ডন উৎসবে প্রতিযোগিতা করেছিল। তালিকার পাঁচ নম্বরে রয়েছে মোস্তফা ফারুকীর ’সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমা।
সিনেমাটি বুশান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছিল। ভারতের মালায়ালাম সিনেমা ’প্যারাডাইস’ তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে। নেপালের একটি সিনেমা তালিকার সপ্তম স্থান দখল করে রয়েছে। নেপালের ’দ্যা রেট সুট’কে সিনেমাটি তালিকায় স্থান পেয়েছে। বাংলাদেশের ’বাড়ির নাম শাহানা’ সিনেমাটি দশম স্থান অর্জন করেছে। ডিভোর্স হয়েছে এরকম এক নারীকে কেন্দ্র করে গল্পটি তৈরি করা হয়েছে। বেশকিছু পুরস্কার জিতেছে সিনেমাটি। পরবর্তী দশটি সিনেমার তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।