জুমবাংলা ডেস্ক : দক্ষিণ কোরিয়া থেকে ছয়টি পণ্যবাহী জাহাজ কেনার উদ্যোগ নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।
এরই মধ্যে এ বিষয়ে পরিকল্পনা কমিশনের প্রাথমিক অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এতে ব্যয় হবে ৩৩ কোটি ৩ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার ৩০ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টিইইউস সক্ষমতার ছয়টি পণ্যবাহী জাহাজ কেনার ব্যাপারে দক্ষিণ কোরিয়ার ইডিসিএফের সঙ্গে বিএসসি কনসেপ্ট পেপার স্বাক্ষর করেছে। ইডিসিএফ এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে দেখছে। ইডিসিএফের অনুমোদন সাপেক্ষে এ জাহাজ কেনার পরিকল্পনা সম্পন্ন হবে। এছাড়া আরো ছয়টি ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টিইইউস সক্ষমতার পণ্যবাহী জাহাজ কেনার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে বিএসসি।
চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বিএসসির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৫৯ পয়সা। এ সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে প্রায় ৪২ শতাংশ। চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৫ টাকা ৬৭ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বিএসসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৬ টাকা ১৫ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০১ টাকা ৯৭ পয়সায়।
১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১৫২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯৩৮ কোটি ৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ৩৫ হাজার ৪০। এর মধ্যে ৫২ দশমিক ১০ শতাংশ সরকার, ২১ দশমিক ৩৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ২৬ দশমিক ৫৬ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
গতকাল ডিএসইতে বিএসসির শেয়ার সর্বশেষ ৮৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৫৩ টাকা ১০ থেকে ১২৭ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।