স্পোর্টস ডেস্ক: দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার হুয়ান-জু লি’কে ধার হিসেবে দলে নিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ক্লাবের আশা ১৮ বছর বয়সী জামাল মুসিয়ালার মত অচিরেই লি মূল দলে জায়গা করে নিবে।
কোরিয়ান কে-লিগের ক্লাব এফসি পোহাং স্টিলার্সের একাডেমী থেকে বুন্দেসলিগার শীর্ষে থাকা বায়ার্নে এক বছরের ধারে যোগ দিয়েছেন লি। বেভারিয়ান্স রিজার্ভ দলের হয়ে দক্ষিণ কোরিয়ার এই তরুণ খেলবেন বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে।
গতকালই লি’র বায়ার্নের অনুশীলনে যোগ দিয়েছেন। এ সম্পর্কে বায়ার্নের ওয়েবসাইটে লি বলেছেন, ‘নিজের সেরা পারফরমেন্স দেবার লক্ষ্যে আমি দ্রুতই ক্লাবটির সাথে মানিয়ে নিতে চাই।’
কোরিয়ান এই তরুন মিডফিল্ডার স্বীকার করেছেন বায়ার্নের দুই জার্মান মিডফিল্ডার জসুয়া কিমিচ ও মুসিয়ালার খেলা দেখে তিনি অনুপ্রানীত হয়েছেন তিনি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।