প্রবাস ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত ‘দূরশিক্ষণে শিশু-কিশোরদের ভাষা শিক্ষা’ কোর্সের অনলাইন উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (৯ জানুয়ারি)।
স্থানীয় সময় বিকাল ৩টায় ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাহিত্যিক ও সাবেক সাংসদ রুবী রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন টিচ ফর বাংলাদেশের প্রোগ্রাম পরিচালক মালিহা ফৌজিয়া এবং টিচ ফর বাংলাদেশের প্রাক্তন অ্যালামনাই ভাষা শিক্ষক মিজ সাদিয়া আফরিন বিনতে আজাদ। আরও উপস্থিত থাকবেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
রাষ্ট্রদূত আবিদা ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় প্রবাসীদের অনুরোধের প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ায় বাংলা ভাষাভাষীবসবাসরত শিশু কিশোরদের জন্য দূরশিক্ষণের ভাষা শিক্ষা কোর্সটি চালু করছে।
উদ্বোধনী অনুষ্ঠানটি দূতাবাসের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হবে বলে দূতাবাস সূত্রে জানা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।