Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home দক্ষিণ কোরিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
আন্তর্জাতিক জাতীয় প্রবাসী খবর

দক্ষিণ কোরিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

জুমবাংলা নিউজ ডেস্কAugust 15, 20213 Mins Read
Advertisement

প্রবাস ডেস্ক: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে দূতাবাস দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে।

স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রদূত আবিদা ইসলাম দূতাবাস প্রাঙ্গণে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করবার মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করেন।

এ সময় উপস্থিত সকলেই কালো ব্যাজ পরিধান করেন। অতঃপর রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ দূতাবাসে জাতির পিতার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

পরে রাষ্ট্রদূত আবিদা ইসলাম দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে কোরিয়ান ভাষাসহ জাতিসংঘের দাপ্তরিক ৬টি ভাষায় অনুদিত জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

রাষ্ট্রদূত এরপর ‘মুজিব বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে জাতির পিতার জীবন ও কর্মের উপর দূতাবাস প্রাঙ্গনে আয়োজিত ৩য় আলোকচিত্র প্রদর্শনীসহ বঙ্গবন্ধুর উপর লিখিত বইয়ের প্রদর্শনীর উদ্বোধন করেন।

জাতীয় শোক দিবস-উপলক্ষ্যে অনুষ্ঠানের পরবর্তী পর্ব অনলাইনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যবৃন্দের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বঙ্গবন্ধুসহ সেই কাল রাত্রিতে নিহত সকল শহিদদের বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

পরে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান।

পূর্বধারণকৃত ‘বঙ্গবন্ধু ও বিশ্ব শান্তি’ শীর্ষক অনলাইন আলোচনা সভা প্রদর্শন করা হয়। উক্ত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ও উক্ত বিশ্ববিদ্যালয়ের এশিয়া পলিসি সেন্টারের পরিচালক প্রফেসর Sung Yong Kang যিনি ‘Commemorating Bangabandhu, the Founding Father of the People’s Republic of Bangladesh: Imagination and Inspiration that Bangabandhu Throws on the Korean Peninsula Today’ শিরোনামে তাঁর বক্তব্য উপস্থাপন করেন।

প্রফেসর Sung Yong Kang তাঁর আলোচনায় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা অর্জন ও মাতৃভাষা রক্ষার সংগ্রামের ইতিহাসের সাদৃশ্য তুলে ধরেন। তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর দর্শন ও উদ্যোগের কথা তুলে ধরেন এবং এর আলোকে কোরিয়ান উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন।

ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সম্মানিত সদস্য সচিব ও কিউরেটর মোঃ নজরুল ইসলাম খান ও রাষ্ট্রদূত আবিদা ইসলাম। বঙ্গবন্ধুকে বিশ্ব শান্তির অন্যতম অগ্রদূত উল্লেখ করে

নজরুল ইসলাম খান তাঁর বক্তব্যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অকুন্ঠ সমর্থন ও বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি বলেন যে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতির পিতার আদর্শ ও দর্শনকে অনুসরণ করে বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম তাঁর বক্তব্যে জাতির পিতার অসাম্প্রদায়িক নীতি ও বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতি এবং বিশ্ব শান্তি ও সম্প্রীতি স্থাপনে তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও সমর্থনের কথা উল্লেখ করেন।

‘মুজিব বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে ‘বঙ্গবন্ধু শান্তি পুরস্কার’ প্রদান প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ সরকারের এই উদ্যোগ সারা বিশ্বে শান্তি ও সহনশীলতার সংস্কৃতি ছড়িয়ে দেবে। তাছাড়া, আসন্ন ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘বিশ্ব শান্তি সম্মেলন’ বিশ্ব মানবতাকে একত্রিত হতে অনুপ্রাণিত করবে এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সমতা ও ন্যায়বিচারের ভিত্তিতে আরও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় সহায়ক হবে-যার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু।’

অনুষ্ঠানের পরবর্তী পর্বে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষ্যে একটি অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়। রাষ্ট্রদূত আবিদা ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে অংশ নেন কোরিয়াতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিনাগরিকগণ।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও অবদানের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনায় বক্তাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের প্রতি আলোকপাত করেন।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের অন্যান্য শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এছাড়া তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম ও জাতি গঠনে জাতির পিতার অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

আবিদা ইসলাম জাতির পিতার ‘সোনার বাংলা’ স্বপ্ন বাস্তবায়নে দক্ষিণ কোরিয়াস্থ প্রবাসী বাংলাদেশীদের আরো গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
Faisal

শুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন

December 21, 2025
পুতিন

প্রেম করছেন পুতিন

December 21, 2025
পবিত্র শবে মিরাজ

পবিত্র শবে মিরাজ ১৬ জানুয়ারি

December 21, 2025
Latest News
Faisal

শুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন

পুতিন

প্রেম করছেন পুতিন

পবিত্র শবে মিরাজ

পবিত্র শবে মিরাজ ১৬ জানুয়ারি

দুদক কমিশনার

দুর্নীতিগ্রস্ত লোক সংসদে পাঠিয়ে ভালো সরকার কেন আশা করেন : দুদক কমিশনার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলা

দক্ষিণ আফ্রিকায় পানশালার কাছে বন্দুক হামলা, নি/হত ১০

প্রবাসীদের বিশাল সুখবর দিলো দুবাই

প্রবাসী পেশাজীবীদের বড় সুখবর দিল দুবাই, হাজারও সরকারি চাকরির সুযোগ

ট্রেনে টিকিটবিহীন ভ্রমণ

বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি আদায়

পররাষ্ট্র উপদেষ্টা

চরমপন্থিরা নিরাপদ এলাকায় আসতে পারবে কেন : পররাষ্ট্র উপদেষ্টা

গ্রেপ্তার সেই হান্নানের জামিন

হাদি হত্যাকাণ্ড: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

High Commission

বাংলাদেশ হাইকমিশনের সামনে ঘটনার যে ব্যাখ্যা দিলো ভারত

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.