
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে। খবর পার্সটুডে’র।
লেবাননের আকাশ থেকে গতকাল (বৃহস্পতিবার) ড্রোনটি ভূপাতিত করা হয় এবং এটি লেবাননের ভূখণ্ডের ওপরে পড়ে।
হিজবুল্লাহর দেয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে লেবাননের আল-মানার টেলিভিশন জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের ড্রোনটি লেবাননের আকাশ সীমায় প্রবেশ করেছিল কিন্তু হিজবুল্লাহ যোদ্ধারা যথাযথ অস্ত্র দিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টা ৫৫ মিনিটের সময় সেটি ভূপাতিত করে।
আল-মানার জানিয়েছে, দক্ষিণ লেবাননের তাইয়ের শহরের কাছে মারইয়ামিন উপত্যকার আকাশে ওড়ার সময় সেটিকে ভূপাতিত করা হয়।এদিকে, ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে ড্রোনটি নিয়মিত তৎপরতা চালাচ্ছিল। ঘটনাটি তারা তদন্ত করে দেখছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।