স্পোর্টস ডেস্ক : মহামারী করোনাভাইরাসের কারণেই দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার অনুমতি দেয়া হয়েছে। ছোঁয়াচে এ ভারইরাস যাতে ছড়িয়ে যেতে না পারে সেজন্যই এই নির্দেশনা।
করোনায় দর্শকশূন্য মাঠে খেলা হলেও ক্রিকেটের মান পড়ে যাবে না- এমন মন্তব্যই করেছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষণ। লক্ষণ বলেছেন, আমি এই আইপিএলে সব ভক্ত-সমর্থকদের আশ্বস্ত করতে পারি যে, খেলা চলাকালীন মাঠে কোনো দর্শক না থাকলেও কোনো সমস্যা নেই। টিভির পর্দায় খেলা দেখে উপভোগ করা যাবে। এটা ভাবার কোনো উপায় নেই যে, দর্শক না থাকলে ক্রিকেটের মান পড়ে যাবে।
সানরাইজার্স হায়দরাবাদের এই ব্যাটিং পরামর্শক আরও বলেছেন, আমার মনে হয়েছে উইকেট কিছুটা স্লো। তবে এখনও সময় রয়েছে গ্রাউন্ড স্টাফরা এ সমস্যা কাটিয়ে তুলতে পারবেন। তবে আউটফিল্ড দারুণ কিন্তু উইকেট-ক্রিজ নিয়ে আরও যত্নশীল হতে হবে।
প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএলের ১৩তম আসর। শেষ হবে ১০ নভেম্বর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।