শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে।

ফাইল ছবি

অজি দলে ডাক পেয়েছেন অ্যাশেজসেরা ট্রাভিস হেড। এছাড়া স্কোয়াডে ঢুকেছেন ময়জেজ হেনরিকস, ঝাই রিচার্ডসন ও বেন ম্যাকডারমট। চলতি বিগ ব্যাশ লিগে দারুণ পারফর্মের পুরস্কারটাই যেন পেয়েছেন বেন ম্যাকডারমট। হোবার্ট হারিকেন্সের হয়ে ৫৭৭ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

পেসার ঝাই রিচার্ডসনও স্কোয়াডে ফিরেছেন প্রায় এক বছর পর। ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

একনজরে অস্ট্রেলিয়ার স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, ময়জেজ হেনরিকস, জশ ইংলিস, বেন ম্যাকডারমট, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।